Kisan Diwas 2021 : আজ জাতীয় কৃষক দিবস, আজকের দিনটিই কেন উৎসর্গ করা হল
কিষাণ দিবস বা জাতীয় কৃষক দিবস ২৩ ডিসেম্বর সারা দেশে পালন করা হয় । কৃষকদের কুর্ণিশ জানাতেই ভারতের মেরুদণ্ড কৃষকদের জন্য এই দিনটি উৎসর্গ করা হয়েছে। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহ-এর জন্মবার্ষিকী আজ ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৃষক সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছিলেন চরণ সিংহ। দেশের অন্যান্য বিষয়ের সঙ্গে, তাঁর আমলে কৃষকদের দিকটি বিশেষ প্রাধাণ্য দিয়ে দেখা হয়েছে।
খুব কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েই চৌধুরি চরণ সিংকৃষকদের জন্য একাধিক প্রকল্পও শুরু করেন।
২০০১ সাল থেকে চৌধুরি চরণ সিংহের জন্মদিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করা হয়।
চৌধুরী চরণ সিংহ জয় জওয়ান জয় কিষান বিখ্যাত স্লোগানটি অনুসরণ করেছিলেন। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কৃষকদের এই স্লোগান প্রচার করেন।
চৌধুরী চরণ সিংহ ২৩ ডিসেম্বর, ১৯০২ সালে উত্তর প্রদেশের মিরাট জেলার নুরপুর গ্রামে একটি মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম নেন।
তিনি ১৯৭৯-৮০ সালের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে বেশ কয়েকটি কৃষক-বান্ধব ভূমি সংস্কার নীতি নেন।
ভারতে বৃহদাংশই গ্রাম। আমাদের দেশ কৃষিপ্রধান। দেশের গ্রামীণ জনসংখ্যার অধিকাংশই কৃষক বা কৃষির সঙ্গে যুক্ত।
কৃষকদের আত্মত্যাগকে সম্মান জানাতে প্রতি বছর কিষাণ দিবস পালন করা হয়।
এই উদযাপন তাঁদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দেয়।
image 11
- - - - - - - - - Advertisement - - - - - - - - -