Dilip Kumar Discharged: হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার
হাসপাতাল থেকে মুক্তি পেলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। মুম্বইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ট্রেচারে শুইয়ে দিলীপ কুমারকে হাসপাতালের বাইরে আনা হয়। তখন তাঁর পাশেই ছিলেন অভিনেত্রী স্ত্রী সায়রা বানু। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বহুদিন ধরেই দিলীপ কুমারের শরীর অশক্ত। তাঁর শরীর বিশেষ ভাল যাচ্ছে না। অসুস্থতার সময় বরাবরই তাঁর পাশে আছেন স্ত্রী। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
শ্বাসকষ্ট শুরু হওয়ায় রবিবার হাসপাতালে ভর্তি করতে হয় দিলীপ কুমারকে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
দিলীপ কুমারের ফুসফুসে জল জমে গিয়েছিল। সেই কারণেই তাঁর চিকিৎসার প্রয়োজন হয়। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
কয়েকদিন আগেই রটে যায়, দিলীপ কুমারের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তবে সায়রা বানু জানিয়ে দেন, সেরকম কিছু হয়নি। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আর্জি জানান। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
দিলীপ কুমার হাসপাতালে ভর্তি হওযার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পরস্পর-বিরোধী কথা শোনা যাচ্ছিল। তবে কোনও খবরই নির্ভরযোগ্য ছিল না। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সমস্যা থাকায় ৬ জুন দিলীপ কুমারকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
দিলীপ কুমারের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানিয়েছেন তাঁর পারিবারিক বন্ধু ফয়সল ফারুকী। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
ট্যুইটারে ফয়সল লিখেছেন, ‘আপনাদের সবার শুভেচ্ছা, ভালবাসা ও প্রার্থনায় দিলীপ সাব হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছেন। ঈশ্বরের করুণা ও চিকিৎসকদের চেষ্টাতেই দিলীপ সাব সুস্থ হয়ে উঠেছেন।’ ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে অভিনয় জীবনের সূচনা দিলীপ ঘোষের। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি একের পর এক অসামান্য ছবিতে অভিনয় করেছেন। তাঁকে শেষবার বড়পর্দায় দেখা যায় ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
দিলীপ কুমার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় তাঁর অনুরাগীরা খুশি। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -