সামনেই বর্ষা, সতর্ক থাকুন লেপটোসপাইরোসিস ইনফেকশন থেকে
বর্ষার একেবারে প্রাক্কালে দাঁড়িয়ে রাজ্য। এই অবস্থায় আগেভাগে সতর্ক থাকা দরকার লেপটোসপাইরোসিস ইনফেকশন নিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজমা জলের মাধ্যমে যে ইনফেকশন ছড়িয়ে পড়ছে মুম্বইতে। বৃহ্ণমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ইতিমধ্যে যা নিয়ে সতর্কতা জারি করেছে।
জমা জলে থাকা ব্যাক্টেরিয়া লেপটোসপিরার মাধ্যমে যা শরীরে ছড়িয়ে পড়তে পারে।
কুকুর, বিড়ালের মতো একাধিক প্রাণীর মূত্রের হাজির থাকে যে ব্যক্টেরিয়া। যা জলে মিশে যাওয়ার পর তার সংস্পর্শে এলে হতে পারে লেপটোসপাইরোসিস।
মানুষের থেকে মানুষের শরীরে এই অনফেকশন ছড়িয়ে পড়ার কোনও উদাহরণ নেই। তবে জমা জলে সংক্রমিত হওয়ার আশঙ্কা যথেষ্ট।
কেউ লেপটোসপিরোসিসের আক্রান্ত হলে তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীরে ব্যথা, লাল চোখের মতো উপসর্গ দেখা যায়।
বর্তমানে গোটা দেশের চিন্তা বাড়ানো করোনা ও বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের মতোই একই ধরণের উপসর্গ হওয়ায় আলাদা করে বোঝা কঠিন।
তবে কেউ লেপটোসপাইরোসিসে ইনফেকশনে সংক্রমিত হয়ে থাকলে ২ থেকে ৪ সপ্তাহ পরে শরীরে লক্ষ্মণগুলো দেখা যায়। হতে পারে ডায়ারিয়াও।
তবে কোনও উপসর্গের ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। জমা জল যত বেশি এড়িয়ে চলা যায়, ততই ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম।
দুর্ভাগ্যবশত ইনফেকশনে আক্রান্ত হয়ে পড়েছেন কি না ও কোনপথে চিকিৎসা হবে জানতে উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -