Durga Puja 2022: মায়ানগরীতে জমজমাট সপ্তমী, শাঁখ বাজালেন অনুরাগ, একছাদের নিচে কাজল-রানি, অয়ন
মায়ানগরীর চাকচিক্যের মধ্যে একটুকরো সাবেকিয়ানা। বছরের এই সময় আরব সাগরের তীরে একটুকরো বাংলাও গড়ে ওঠে বলা যায় অবলীলায়। এর নেপথ্যে রয়েছে মুখুজ্যে পরিবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো বলে যা পরিচিত, তা আসলে এই মুখুজ্যেদেরই। আর তাকে ঘিরেই বছরের ক’টি দিন পাল্টে যায় মুম্বই।
বংশ পরম্পরায় বলিউডের সঙ্গে যুক্ত এই মুখুজ্যে পরিবার। বাংলার দুর্গাপুজোকে মুম্বইয়ে জাঁকজমক সহকারে পালনের নেপথ্যেও তাঁরাও। আজ যা আরও সার্বিক আকার ধারণ করেছে।
তার কারণ অবশ্যই পরিবারের তারকা-সদস্যরা। কাজল, রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়ের মতো তারকা-অভিনেতা-পরিচালক এই পরিবারের সদস্য।
সারা বছর যেখানেই থাকুন না কেন, পুজোর ক’দিন একছাদের নিচে জড়ো হন সকলে। পুজো-অর্চনা, ভোগ বিতরণ, খাওয়া-দাওয়া, পরিবেশন, সবেতেই অংশ নেন তাঁরা।
এ বছরও তার অন্যথা হল না। ষষ্ঠীর দিন সন্ধেয় প্যান্ডেলে পৌঁছন কাজল। তানিশা, শর্বাণীও ছিলেন সেখানে। প্যান্ডেল এবং মণ্ডপসজ্জা খতিয়ে দেখেন তাঁরা।
সপ্তমীর সকাল থেকেও একে একে সকলে এসে পৌঁছন। গতকাল হলুদ বেনারসী পরে হাজির হয়েছিলেন প্যান্ডলে। আজ কাজলের পরনে ছিল লাল শাড়ি।
পুজোয় উপস্থিত হন রানিও। তাঁর পরনে ছিল নীল-সবুজ শাড়ি। টানটান করে বাঁধা চুল। খোঁপা মোড়া সাদা ফুলে।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির সাফল্য চুটিয়ে উপভোগ করছেন অয়ন। সাধারণ কুর্তা-পাজামায় দেখা যায় তাঁকে। কাজলের সঙ্গে খোশগল্পও করেন।
পরিচালক অনুরাগ বসুও পুজোয় পৌঁছন। শুধু ঠাকুর দেখাই নয়, শাঁখও বাজান তিনি। এ ছাড়াও অভিনেত্রী হৃষিতা ভট্টকেও দেখা যায় সেখানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -