Ekta Kapoor: দেখামাত্রই মন দিয়ে ফেলেছিলেন, কিন্তু সাড়া দেননি এই অভিনেতা, তাতেই তারকা-পত্নী হওয়া হল না একতার!
Bollywood Updates: বয়স ৫০ ছুঁতে চললেও, এখনও নিজের আলাদা সংসার হয়নি।
কার জন্য সিঙ্গল একতা!
1/10
বিখ্যত বাবার মেয়ে হলেও নিজ গুণেই পরিচিত একতা কপূর। টেলিভিশনের দুনিয়ায় একচ্ছত্র আধিপত্যর পর বলিউডেও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
2/10
ইন্ডাস্ট্রির সকলের সঙ্গেই দহরম মহরম একতার। দত্তক সন্তান, পরিবারের সঙ্গে দিব্যি রয়েছেন। কিন্তু বয়স ৫০ ছুঁতে চললেও, এখনও নিজের আলাদা সংসার হয়নি।
3/10
তার কারণ জানালেন একতা নিজেই। বলিউডের এক নায়কের প্রতি অনুরাগের কথা জানালেন। সেই অভিনেতা সাড়া না দেওয়াতেই বলিউডের তারকা-পত্নীদের দলে তাঁর শামিল হওয়া হয়নি বলে জানালেন।
4/10
সেই নায়ক আর কেউ নন, অভিনেতা-ব্যবসায়ী চাঙ্কি পান্ডে। সম্প্রতি ৬০ পূর্ণ করেছেন চাঙ্কি। তাঁর জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল।
5/10
চাঙ্কির জন্মদিনেই তাঁর প্রতি অনুরাগের কথা জানালেন একতা। চাঙ্কিকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘বহু বছর আগে, চাঙ্কিকে দেখে লজ্জা পেয়েছিলাম আমি। ও সারা দিলেই আজ আমিও বলিউডের তারকা-পত্নী হতে পারতাম’।
6/10
চাঙ্কির প্রতি অনুরাগের কথা জানিয়েছেন মালাইকা আরোরা, ফারহা খানও। শুধু তাই নয়, জীবনে প্রথম বার চাঙ্কিকে দেখেই ‘ক্রাশ খেয়েছিলেন’, জানিয়েছেন মালাইকা।
7/10
তবে বলিউড ললনারা তাঁকে চোখে হারালেও, চাঙ্কি এ সবে গুরুত্ব দিতে নারাজ। স্ত্রী ভাবনা ছাড়া কোনও নারীর কথা ভাবতেই পারেন না তিনি। এমনকি স্ত্রীর প্রতি তাঁর ভালবাসার কোনও শেষ নেই বলে জানিয়েছেন।
8/10
এখন যদিও চাঙ্কিকে নিয়ে কী অনুভূতি, তা জানাননি একতা। তাঁর জীবনে কোনও বিশেষ মানুষ রয়েছে কি না, খোলসা করেননি তা-ও। কেরিয়ার নিয়েই বরাবরের মতো ব্যস্ত তিনি।
9/10
তবে মেয়ের বিয়ে নিয়ে ভাবিত নন জিতেন্দ্রও। এমনকি একতা যখন সন্তান দত্তক নেন, খুশিই হয়েছিলেন তিনি। তুষারের পর একতা সন্তান দত্তক নেওয়ায়, তিনি দুই খুদের দাদু বলে উচ্ছাস দেখান।
10/10
বিয়ে নিয়ে আগ্রহ নেই খোদ একতারও। বরং সিরিয়াল, সিনেমার কলাকুশলীদের নিয়েই তাঁর সংসার। ছোট-বড় সব তারকার সঙ্গেই ভাল সম্পর্ক তাঁর। অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই বলে জানিয়েছেন।
Published at : 28 Sep 2022 09:53 AM (IST)