Ekta Kapoor: দেখামাত্রই মন দিয়ে ফেলেছিলেন, কিন্তু সাড়া দেননি এই অভিনেতা, তাতেই তারকা-পত্নী হওয়া হল না একতার!
বিখ্যত বাবার মেয়ে হলেও নিজ গুণেই পরিচিত একতা কপূর। টেলিভিশনের দুনিয়ায় একচ্ছত্র আধিপত্যর পর বলিউডেও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্ডাস্ট্রির সকলের সঙ্গেই দহরম মহরম একতার। দত্তক সন্তান, পরিবারের সঙ্গে দিব্যি রয়েছেন। কিন্তু বয়স ৫০ ছুঁতে চললেও, এখনও নিজের আলাদা সংসার হয়নি।
তার কারণ জানালেন একতা নিজেই। বলিউডের এক নায়কের প্রতি অনুরাগের কথা জানালেন। সেই অভিনেতা সাড়া না দেওয়াতেই বলিউডের তারকা-পত্নীদের দলে তাঁর শামিল হওয়া হয়নি বলে জানালেন।
সেই নায়ক আর কেউ নন, অভিনেতা-ব্যবসায়ী চাঙ্কি পান্ডে। সম্প্রতি ৬০ পূর্ণ করেছেন চাঙ্কি। তাঁর জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল।
চাঙ্কির জন্মদিনেই তাঁর প্রতি অনুরাগের কথা জানালেন একতা। চাঙ্কিকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘বহু বছর আগে, চাঙ্কিকে দেখে লজ্জা পেয়েছিলাম আমি। ও সারা দিলেই আজ আমিও বলিউডের তারকা-পত্নী হতে পারতাম’।
চাঙ্কির প্রতি অনুরাগের কথা জানিয়েছেন মালাইকা আরোরা, ফারহা খানও। শুধু তাই নয়, জীবনে প্রথম বার চাঙ্কিকে দেখেই ‘ক্রাশ খেয়েছিলেন’, জানিয়েছেন মালাইকা।
তবে বলিউড ললনারা তাঁকে চোখে হারালেও, চাঙ্কি এ সবে গুরুত্ব দিতে নারাজ। স্ত্রী ভাবনা ছাড়া কোনও নারীর কথা ভাবতেই পারেন না তিনি। এমনকি স্ত্রীর প্রতি তাঁর ভালবাসার কোনও শেষ নেই বলে জানিয়েছেন।
এখন যদিও চাঙ্কিকে নিয়ে কী অনুভূতি, তা জানাননি একতা। তাঁর জীবনে কোনও বিশেষ মানুষ রয়েছে কি না, খোলসা করেননি তা-ও। কেরিয়ার নিয়েই বরাবরের মতো ব্যস্ত তিনি।
তবে মেয়ের বিয়ে নিয়ে ভাবিত নন জিতেন্দ্রও। এমনকি একতা যখন সন্তান দত্তক নেন, খুশিই হয়েছিলেন তিনি। তুষারের পর একতা সন্তান দত্তক নেওয়ায়, তিনি দুই খুদের দাদু বলে উচ্ছাস দেখান।
বিয়ে নিয়ে আগ্রহ নেই খোদ একতারও। বরং সিরিয়াল, সিনেমার কলাকুশলীদের নিয়েই তাঁর সংসার। ছোট-বড় সব তারকার সঙ্গেই ভাল সম্পর্ক তাঁর। অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই বলে জানিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -