Farhan Shibani Wedding: বিয়ে সারলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর
বিবাহ সম্পন্ন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের। তাঁরা এখন দম্পতি। সদ্য বিবাহিত দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা আমন্ত্রিতদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুসলিম কিংবা মরাঠী কোনও রীতি মেনেই নয়। ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর বিয়ে করলেন একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে।
ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়েতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে 'জিন্দেগি না মিলেগি দোবারা' তারকা অভয় দেওলকে। সদ্য বিবাহিত দম্পতিতে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।
শনিবার খান্ডালায় একাবের ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করে নতুন জীবন শুরু করলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। দুই তারকার বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যরা।
ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে রিয়া চক্রবর্তী থেকে হৃত্বিক রোশন। তাঁরাও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন।
গত দুটো দিন ধরে ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ের অনুষ্ঠান চলছে। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের পর্ব সেরে আজ শুভপরিণয় সম্পন্ন।
ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের দীর্ঘদিনের সম্পর্ক আর বিবাহিত সম্পর্কে পরিণত হল। উপস্থিত থাকতে দেখা যায় জাভেদ আখতার এবং আরও অনেককে।
সকলেই যেমন জানেন, কোনও নির্দিষ্ট একটি ধর্মে বিশ্বাসী নন জাভেদ আখতার। বিভিন্ন সময় সাক্ষাৎকারে সেকথা জানান। জাভেদ আখতারের মতো তাঁর সন্তানেরাও ধর্মে বিশ্বাসী নন।
তাই মুসলিম কিংবা মরাঠী রীতি মেনে বিয়ে করলেন না ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। যদিও ফারহান আখতারের এটি প্রথম বিয়ে নয়।
এর আগে অধুনাকে বিয়ে করেন ফারহান। তাঁদের দুই সন্তানও রয়েছে। ফারহান-অধুনার সন্তানদের সঙ্গে শিবানীর সম্পর্কও বেশ মধুর। ফারহান-শিবানীর বিয়েতে দুই সন্তানেরও উপস্থিত থাকার কথা জানা যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -