Chashme Buddoor Film: ফারুখ শেখ-দীপ্তি নাভালের ছবি ‘চশমে বদ্দুর’-এর চার দশক পূর্ণ

চশমে বদ্দুরের চার দশক পূর্ণ

1/6
১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ফারুখ শেখ ও দীপ্তি নাভাল অভিনীত বিখ্যাত হিন্দি ছবি ‘চশমে বদ্দুর’। ছবিটি মুক্তির পর চার দশক পেরিয়ে গিয়েছে। তবে চলচ্চিত্রপ্রেমীদের কাছে ছবিটি এখনও জনপ্রিয়। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
2/6
২০১৩ সালে ‘চশমে বদ্দুর’-এর সিক্যুয়েল মুক্তি পায়। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন তাপসী পান্নু। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
3/6
তবে জনপ্রিয়তার নিরিখে ফারুখ শেখ ও দীপ্তি নাভালের ‘চশমে বদ্দুর’-এর ধারেকাছেও পৌঁছতে পারেনি পরের ছবিটি। সেই ছবির গানগুলি এখনও জনপ্রিয়। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
4/6
‘চশমে বদ্দুর’-এর মাধ্যমেই বলিউডে নিজেদের জায়গা পাকা করে ফেলেন ফারুখ শেখ ও দীপ্তি নাভাল। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
5/6
ফারুখ শেখ বেশ কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। কিন্তু কাজের মাধ্যমে তিনি আজও বেঁচে আছেন। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
6/6
দীপ্তি নাভাল এখনও অভিনয়ের সঙ্গে যুক্ত। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একটি ওয়েব সিরিজে তাঁকে দেখা যায়। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
Sponsored Links by Taboola