Chashme Buddoor Film: ফারুখ শেখ-দীপ্তি নাভালের ছবি ‘চশমে বদ্দুর’-এর চার দশক পূর্ণ
১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ফারুখ শেখ ও দীপ্তি নাভাল অভিনীত বিখ্যাত হিন্দি ছবি ‘চশমে বদ্দুর’। ছবিটি মুক্তির পর চার দশক পেরিয়ে গিয়েছে। তবে চলচ্চিত্রপ্রেমীদের কাছে ছবিটি এখনও জনপ্রিয়। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৩ সালে ‘চশমে বদ্দুর’-এর সিক্যুয়েল মুক্তি পায়। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন তাপসী পান্নু। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
তবে জনপ্রিয়তার নিরিখে ফারুখ শেখ ও দীপ্তি নাভালের ‘চশমে বদ্দুর’-এর ধারেকাছেও পৌঁছতে পারেনি পরের ছবিটি। সেই ছবির গানগুলি এখনও জনপ্রিয়। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
‘চশমে বদ্দুর’-এর মাধ্যমেই বলিউডে নিজেদের জায়গা পাকা করে ফেলেন ফারুখ শেখ ও দীপ্তি নাভাল। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
ফারুখ শেখ বেশ কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। কিন্তু কাজের মাধ্যমে তিনি আজও বেঁচে আছেন। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
দীপ্তি নাভাল এখনও অভিনয়ের সঙ্গে যুক্ত। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একটি ওয়েব সিরিজে তাঁকে দেখা যায়। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -