'এম এস ধোনি' নাকি 'ছিছোড়ে', সুশান্ত অভিনীত সেরা ৫টি ছবি কী কী?
১৪ জুন ২০২০। হঠাৎ দুঃসংবাদ। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবরে শোরগোল পড়ে গিয়েছিলে গোটা দেশে। সুশান্তের আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছিল অভিনেতার নিথর দেহ। তাঁর মৃত্যু নিয়ে আইনি প্যাঁচে জড়িয়ে পড়েছিলেন বলিউডের বিভিন্ন পরিচিত মুখেরা। জড়িয়ে গিয়েছিল মাদককাণ্ডও। কিন্তু কি কারণে ৩৪ বছরের প্রাণবন্ত অভিনেতা বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ? এখনও তা অজানা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে বেশ কিছু ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন সুশান্ত। তাঁর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে একের পর এক চরিত্র। ধারাবাহিক থেকে রূপোলি পর্দায় পা রাখা সুশান্ত খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন দর্শকদের মধ্যে।
সুশান্ত অভিনীত সম্ভবত সেরা ছবি হল এম এস ধোনি। ছবিটির নামভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এই ছবিটির জন্যপ্রিয়তা সুশান্তের কেরিয়ারকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল।
এম এস ধোনি ছবিতে অভিনয় করার সময় দীর্ঘদিন ধোনির সান্নিধ্যে কাটিয়েছিলেন সুশান্ত। রপ্ত করেছিলেন বিখ্যাত হেলিকপ্টার শট। তাঁর কাজ ও ধৈর্য্য দেখে মুগ্ধ হয়েছিলেন খোদ ধোনিও।
এই ছবিটির হাত ধরেই বলিউডে পা রাখেন সুশান্ত সিং রাজপুত। কাই পো চে ছবিতে সুশান্তের নিখুঁত ও সরল অভিনয় মনে ধরেছিল দর্শকদের। তিন বন্ধুর গল্প বলেছিল এই ছবি।
সারা আলি খানের বিপরীতে অভিনীত কেদারনাথ ছবিতে সুশান্তকে মনে ধরেছিল দর্শকদের। ছবির সুন্দর প্রেক্ষাপটেও মুগ্ধ হয়েছিলেন অনেকে। রাবতা ছবিতেও জনপ্রিয় হয়েছিল কৃতি শ্যানন ও সুশান্তের জুটি।
সোনচিড়িয়া ছবিতে একেবারে ছকভাঙা চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন সুশান্ত। চম্বল ভ্যালির প্রেক্ষাপটে তৈরি এই গল্পে সুশান্তের চরিত্রের নাম ছিল লক্ষন সিং।
'ছিছোড়ে' ছবিতে সুশান্তের অভিনয় আবেগতাড়িত করেছিল দর্শককে। অভিনেতার মৃত্যুর পর এই ছবির প্রসঙ্গ টেনে এনেছিলেন অনেকেই. ছবিতে সুশান্তের চরিত্র ছিল একটি ছেলেকে আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে আনার। সেই অভিনেতাই কি ভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন তা অবাক করেছিল সকলকে।
ডিকেটটিভ ব্যোমকেশ বক্সি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত। এই ছবির শ্যুটিং হয়েছিল কলকাতায়। স্বস্তিকা মুখোপাধ্যায় এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -