South Celebrities Wedding: ৫ লাখের লেহঙ্গা, ১০০ কোটি বাজেট, তাক লাগাবে এইসব দক্ষিণী তারকাদের বিয়ে
সবসময়ই লাইমলাইটে থেকে এসেছে বলিউডের তারকাদের বিয়ে। দীপিক পাডুকোনে, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে অনুষ্কা শর্মা। তাঁদের বিগ ফ্যাট ওয়েডিং -এর জৌলুস ছিল চোখ ধাঁধানো। তবে তাঁদের কড়া টক্কর দেবে এইসব দক্ষিণী তারকাদের বিয়ে। কাজল থেকে শুরু করে রাণা ডগ্গুবতী, ধনুষ, মহা সমারোহে বিয়ে করেছিলেন তাঁরা। কেমন ছিল তাঁদের বিয়ে? আসুন দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি বিয়ে করেন কাজল আগরওয়াল। শোনা যায় তাঁর লেহঙ্গার দাম ছিল ৫ লাখেরও বেশি। বিয়ের প্রত্যেকদিন ফটোগ্রাফারদের ১.৫ লাখ টাকা করে পারিশ্রমিক দিতে হয়েছিল তাঁকে।
দক্ষিণী তারকা ধনুশ ও ঐশ্বর্য্যর বিয়েকে তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি বিয়ে বলা হয় এখনও। নিজের বিয়েতে প্রচুর অর্থ খরচ করেছিলেন এই তারকা।
সম্প্রতি মিহিকা বাজাজের সঙ্গে বিবাহ সারেন বাহুবলি খ্যাত রাণা ডগ্গুবতী। পোশাক, গয়না ও অতিথি আপ্যায়নে ভালোই অর্থ ব্যয় করেছিলেন তাঁরা।
শোনা যায়, তামিল তারকা অল্লু অর্জুনের বিয়ের বাজেট ছিল ১০০ কোটি টাকা।
দক্ষিণী তারকা রাম চরণের বিয়েকেও অন্যতম দামি বিয়ে বলে ধরা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -