Ajmer Dargah Pics: জনশূন্য রাস্তা, থমকে জীবনযাত্রা, সপ্তাহান্তের লকডাউন ফেরাল গত বছরের স্মৃতি
সাপ্তাহিক লকডাউনে জনশূন্য বেনারসের গঙ্গার ঘাট। ঘাটে বাঁধা সারি সারি নৌকায় নেই সওয়ারি। করোনা আবহে অচেনা ছবি ধরা পড়ল বেনারসে। (ছবি সৌজন্যে - পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখে মাস্ক, জনশূন্য গঙ্গার ঘাট দিয়ে হেঁটে চলেছেন দুই সাধু। বেনারস। (ছবি সৌজন্যে - পিটিআই)
ফাঁকা পড়ে রয়েছে আরতির বেদি। অশ্বি ঘাটের একটি ঘাটে সাপ্তাহিক লকডাউনের ছবি। (ছবি সৌজন্যে - পিটিআই)
অজমেরের সুফি সেন্ট হজরত খাজা মইনুদ্দিন চিস্তি ধর্মস্থানের সামনের ছবি। লকডাউনের কারনেসপ্তাহান্তেও জনশূন্য এই স্থানটি। (ছবি সৌজন্যে - পিটিআই)
দিল্লিতে ক্রমশই বেলাগাম হচ্ছে কোভিড। সপ্তাহান্তে জারি করা হয়েছে সম্পূর্ণ লকডাউন। পাহাড়গঞ্জে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের। (ছবি সৌজন্যে - পিটিআই)
বেওয়ারে ফাঁকা রাস্তায় পুলিশি টহল। (ছবি সৌজন্যে - পিটিআই)
লকডাউনের জেরে থমকে জয়পুরের জনজীবন। (ছবি সৌজন্যে - পিটিআই)
জয়পুরের রাস্তায় সাপ্তাহিক লকডাউনে করা পুলিশি প্রহরা। (ছবি সৌজন্যে - পিটিআই)
জয়পুরের রাস্তায় গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। (ছবি সৌজন্যে - পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -