Kriti Sanon Upcoming film: এবার পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি বাঁধছেন কৃতি শ্য়ানন, হাতে রয়েছে আর কী কী ছবি? জানুন
টাইগার শ্রফের বিপরীতে অভিনীত ২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন কৃতি শ্য়ানন। পরবর্তীতে নিজ অভিনয়গুনে তিনি জায়গা করে নেন বলিউডে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্য়ই কৃতির বেশকিছু ছবি প্রশংসিকত হয়েছে দর্শকমহলে। আজ আমরা দেখে নেব কৃতি শ্য়াননের আপকামিং ছবি কোন গুলি। বিটাউনের খবর অনুযায়ী, ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করবেন কৃতি শ্য়ানন।
এছাড়াও হরর কমেডি‘ভেদিয়া’তে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে কৃতি শ্য়াননকে।
পাশাপাশি ‘বচ্চন পান্ডে’ছবিতে অক্ষয়কুমারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কৃতি শ্য়ানন ও জ্যাকলিন ফার্নান্ডেজকে।
‘মিমি’ছবিতে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতি শ্য়াননকে। এই ছবিতে কৃতির পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে।
অ্যাকশন ড্রামা ‘গণপথ’-এ - প্রধান চরিত্রে অভিনয় করা টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন কৃতি শ্য়ানন।
‘হাম দো হুমারে দো’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কৃতি শ্য়াননকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -