Shahrukh Gauri Photos: শাহরুখ হবেন অভিনেতা! বিশ্বাসই হয়নি গৌরির
ছোট পর্দায় মুখ দেখিয়ে শুরু হয়েছিল অভিনয়ের যাত্রা। বলিউডে মুখ দেখানোই ছিল সে সময় একটা বড় বিষয়। প্রতিকূলতার বেড়াজাল টপকে বলিউডে অভিনয় জীবন শুরু করেন কিং খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সময় যাঁরা শাহরুখ খানকে দেখেছিলেন, তাঁদের মধ্যে অনেকেরই মনে হয়েছিল তিনি কোনওদিন অভিনেতা হতে পারবেন না। এমনকী শাহরুখ খান সম্পর্কে এই ধারণা ছিল স্ত্রী গৌরি খানেরও।
শাহরুখ খান অভিনেতা হওয়ার পর গৌরি খান নিজেই এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন। শাহরুখ পত্নী গৌরি বলেছিলেন, তাঁর মনে হয়েছিল শাহরুখ কখনও অভিনেতা হতে পারবেন না। কিং খানের প্রথম দুটি ছবির অভিনয় দেখার পরই বলিউড তাঁকে প্রত্যাখান করবে। এখানে কিছুই হবে না।
শুধু গৌরি খানই এটা ভেবেছিলেন তা নয়। শাহরুখের চেহারা নিয়ে অনেকেই এই প্রশ্ন তুলেছিলেন। এমনকী কিং খানের নিজের মনে হয়েছিল তাঁর চেহারা মোটেই হিরো হওয়ার মতো নয়। চুল ছিল অনেক বড়। গায়ের রং কালো। উচ্চতাও কম।
ওই সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, হয়ত কোথাও ভাগ্য নির্ধারণ করা থাকে। তাই অসম্ভব সম্ভব হয়েছে। দিওয়ানা ছিল শাহরুখের প্রথম ছবি। যা দর্শকদের মন জয় করেছিল। ওই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন ঋষি কপূরের সঙ্গে। শাহরুখের বিপরীতে ছিলেন দিব্যা ভারতী।
ঠিক তার পরের বছরই মুক্তি পায় বাজিগর ছবি। মনে করা হয়েছিল, এই ছবি শাহরুখের কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু হলো উল্টোটা। নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন কিং খান। আর ওই ছবির পরই তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। বদলে গিয়েছিল জীবনের সমীকরণ।
ডর ছবিতেও নেতিবাচক ভূমিকায় দেখা যায় শাহরুখকে। একের পর এক সেরা ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই ছড়িয়ে আছে কিং খানের অনুরাগীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -