Gauri Khan on Airport: ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, মেয়ের সঙ্গে দেখা করতে বিদেশ পাড়ি দিলেন শাহরুখ পত্নী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2021 11:29 PM (IST)
1
গোটা দেশে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, এরইমধ্য়ে মেয়ে সুহানার সঙ্গে দেখা করতে নিউ ইয়র্ক পাড়ি দিলেন গৌরী খান ও আরিয়ান খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
শাহরুখ কন্য়া সুহানা এইমুহূর্তে নিউ ইয়র্কে পড়াশোনা করতে ব্য়স্ত।
3
এদিন মুম্বই বিমানবন্দরে করোনা বিধি মেনে আরিয়ান ও গৌরীর মুখে মাস্ক দেখা গেল।
4
আরিয়ানকে এদিন কালো টি শার্টের সঙ্গে জ্য়াকেট পরে দেখা গেল। সঙ্গে ছিল মানানসই জুতো।
5
প্রসঙ্গত আরিয়ান খান বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিড।
6
তবুও তিনি লাইমলাইট থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন।
7
গৌরীর পোশাকও এদিন নজর কাড়ল নেটিজেনদের।
8
তবে আরিয়ান গৌরীর সঙ্গে এদিন শাহরুখের দেখা মিলল না।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -