Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Dharmendra Lonavala Farmhouse: অবসর যাপন, ধর্মেন্দ্রর খামার বাড়ির অন্দরমহল দেখতে চমকে যাবেন!
করোনা আবহের শুরু থেকেই লোনাভলায় নিজের ফার্ম হাউজে রয়েছেন ধর্মেন্দ্র। বলিউডের অন্যতম জনপ্রিয় 'পাওয়ার কাপল' প্রায় বছর খানেক আলাদাই রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান। সম্প্রতি বাড়ির অন্দরমহলের ছবি দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন ধর্মেন্দ্র।
গতবছর করোনা প্রকোপ রুখতে সারা দেশ জুড়ে যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল,সেই সময় থেকেই লোনাভলায় নিজের ফার্ম হাউজে চলে ধর্মেন্দ্র।
করোনা সংক্রমণের থেকে বাঁচতেই শহর থেকে দূরে তাঁর ওই ফার্মহাউজে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ও গোটা দেওল পরিবার। যার ফলে স্বাভাবিকভাবে এক বছরের ওপর নিজের স্ত্রী হেমা মালিনীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়নি এই।
বছর ঘুরে আবারও লকডাউন। আর তার মাঝেই অবসরের ছবি শেয়ার করলেন ধর্মেন্দ্র। কখনও বাগানের ছবি, কখনও গাছ ভর্তি ফুলের ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
বাড়ির অন্দর মহলের ছবি তুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। শেয়ার করেছেন বৃষ্টি দিনের অভিজ্ঞাতার কথাও।
বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর প্রেম কাহিনী বলিউডে সকলেরেই জানা। বহুদিন প্রেমের পর ১৯৮০ সালে বিয়ে করেন এই দুই তারকা।
হেমা মালিনীর সঙ্গে বিয়ের আগে বিবাহ বিচ্ছেদ হয় ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে। প্রথম পক্ষে দুই সন্তান সানি দেওল এবং ববি দেওল। দ্বিতীয় পক্ষে অর্থাৎ ধর্মেন্দ্র আর হেমা মালিনীর দুই কন্যা সন্তান।
উল্লেখ্য, এই দু-জনে একসঙ্গে একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। শোলে, সীতা অউর গীতা, ড্রিম গার্ল, জুগনু, নয়া জমানার মতো ব্লকবাস্টার হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারকা দম্পতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -