Celebrities Update: ক্যাটরিনা বা দীপিকা, ছবিতে সাহায্য ছাড়াই স্টান্ট করতে পিছপা হন না এই অভিনেত্রীরা
সেই দিন এখন অতীত যখন সিনেমার অভিনেত্রীরা কেবল তাঁদের সৌন্দর্য এবং কোমল হৃদয়ের জন্য পরিচিত ছিল। যিনি অল্প শব্দে ভয় পেয়ে নায়ককে আঁকড়ে ধরতেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন বলিউডের নায়িকারা নিজেরাই ভিলেনদের সঙ্গে লড়াই করতে পারেন। এইসব ফাইট সিক্যোয়েন্সের জন্য এই নায়িকাদের অনেক বিপজ্জনক স্টান্টও করতে দেখা যায়।
এই নায়িকাদের তালিকায় আছেন 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ প্রমুখেরা।
ক্যাটরিনা কাইফ: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অ্যাকশন ছবি 'টাইগার ৩'-এর শুটিং প্রায় শেষ। এই ছবিতে ক্যাটরিনা নিজেই একাধিক বিপজ্জনক স্টান্ট করেছেন। ক্যাটরিনা শুধু এই ছবিতেই নয়, এর আগের ছবি 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়'-তেও স্টান্ট করেছেন।
প্রিয়ঙ্কা চোপড়া: বলিউড থেকে হলিউডে নাম লেখানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও নিজের অ্যাকশন দৃশ্যগুলো নিজেই করেন। হিন্দি ছবি 'ডন' এবং 'মেরি কম' ছাড়াও তিনি আমেরিকান শো 'কোয়ান্টিকো'তে অনেক বিপজ্জনক স্টান্ট করেছেন।
সোনাক্ষি সিংহ: বলিউডের 'দাবাং' নায়িকা সোনাক্ষি সিংহও জন আব্রাহামের সঙ্গে 'ফোর্স-২' ও 'আকিরা' ছবিতে স্টান্ট দৃশ্য করেছেন। এমনকী জন তাঁকে সেরা অ্যাকশন নায়িকাও বলেছিলেন।
দীপিকা পাড়ুকোন: জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেও 'বাজিরাও মাস্তানি' ছবির স্টান্ট দৃশ্যে অভিনয় করেছেন। সূত্রের খবর অনুযায়ী, দীপিকা এই ছবিতে একটি ২০ কেজি ওজনের বর্ম পরে মারামারির দৃশ্যে শ্যুট করেছিলেন।
শ্রদ্ধা কপূর: অভিনেত্রী শ্রদ্ধা কপূর প্রথমে তাঁর কিউট স্টাইল দিয়েই দর্শকদের মাতিয়েছিলেন। কিন্তু স্টান্টের ক্ষেত্রেও তিনি কারও থেকে কম যান না। 'সাহো' এবং 'বাঘি ৩' ছবিতে অনেক স্টান্ট দৃশ্যে নিজেই শ্যুট করেছে শ্রদ্ধা কাপুর, কোনও সাহায্য ছাড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -