Whatsapp Use tips : নেই সাবধানের মার, হোয়াটসঅ্যাপ ব্যবহারে মেনে চলুন এই সতর্কবার্তাগুলো
স্মার্টফোনে সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা বিশ্বেই ব্যবহারের নিরীখে হোয়াটসঅ্যাপ অ্যাপের প্রসার ব্যাপক।
ব্যবহারের বিস্তৃতির সঙ্গেই আসে চিন্তাও। তথ্য-যুগে তথ্য চুরি যাওয়ার আশঙ্কাই যার মধ্যে সবথেকে বেশি।
এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরও সামনে উঠে আসে বিভিন্ন স্পাইওয়্যার থেকে অচেনা হাতে তথ্য যাওয়ার আশঙ্কা।
হোয়াটসঅ্যাপ ব্যবহারের পাশাপাশি তাই কয়েকটি সুরক্ষা পদক্ষেপ মেনে চলাও দরকার।
লক করে রাখুন হোয়াটসঅ্যাপ। যাতে পিন বা পাসওয়ার্ডের মাধ্যমে শুধু আপনিই তা খুলতে পারেন।
বন্ধ করে রাখুন হোয়াটসঅ্যাপের ফটোর অটো ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হওয়া।
প্রয়োজনে বন্ধ রাখুন লাস্ট সিন, রিড স্ট্যাটাস।
প্রোফাইল পিকচার কারা দেখতে পাবেন সেটার ওপর নিয়ন্ত্রণ রাখুন।
সন্দেহজনক লিঙ্ক এলে ক্লিক না করাই ভাল। ফোন হারালে ডিঅ্যাকটিভেট করে দিন হোয়াটসঅ্যাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -