Whatsapp Use tips : নেই সাবধানের মার, হোয়াটসঅ্যাপ ব্যবহারে মেনে চলুন এই সতর্কবার্তাগুলো
Whatsapp Use tips
1/10
স্মার্টফোনে সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ।
2/10
গোটা বিশ্বেই ব্যবহারের নিরীখে হোয়াটসঅ্যাপ অ্যাপের প্রসার ব্যাপক।
3/10
ব্যবহারের বিস্তৃতির সঙ্গেই আসে চিন্তাও। তথ্য-যুগে তথ্য চুরি যাওয়ার আশঙ্কাই যার মধ্যে সবথেকে বেশি।
4/10
এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরও সামনে উঠে আসে বিভিন্ন স্পাইওয়্যার থেকে অচেনা হাতে তথ্য যাওয়ার আশঙ্কা।
5/10
হোয়াটসঅ্যাপ ব্যবহারের পাশাপাশি তাই কয়েকটি সুরক্ষা পদক্ষেপ মেনে চলাও দরকার।
6/10
লক করে রাখুন হোয়াটসঅ্যাপ। যাতে পিন বা পাসওয়ার্ডের মাধ্যমে শুধু আপনিই তা খুলতে পারেন।
7/10
বন্ধ করে রাখুন হোয়াটসঅ্যাপের ফটোর অটো ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হওয়া।
8/10
প্রয়োজনে বন্ধ রাখুন লাস্ট সিন, রিড স্ট্যাটাস।
9/10
প্রোফাইল পিকচার কারা দেখতে পাবেন সেটার ওপর নিয়ন্ত্রণ রাখুন।
10/10
সন্দেহজনক লিঙ্ক এলে ক্লিক না করাই ভাল। ফোন হারালে ডিঅ্যাকটিভেট করে দিন হোয়াটসঅ্যাপ।
Published at : 29 Nov 2021 12:41 PM (IST)