Payel Sarkar Update: পার্শ্বচরিত্র থেকে ছবির নায়িকা, পায়েল সরকারের সেরা ১০টা ছবি
পায়েল সরকার
1/10
২০০৪ সালে 'শুধু তুমি' ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন পায়েল সরকার। ছবিতে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।
2/10
পায়েল সরকারের কেরিয়ারে মাইলস্টোন হয়ে থাকবে সুপারস্টার দেবের সঙ্গে 'আই লভ ইউ' ছবিটি।
3/10
'প্রেম আমার' ছবিতে অভিনেতা সোহমের সঙ্গে তাঁর জুটি দর্শকদের আরও প্রিয় হয়ে রয়েছে।
4/10
'লে ছক্কা' ছবিতে অভিনয়ের জন্য আনন্দলোক সেরা অভিনেত্রীর পুরস্কারও পান।
5/10
'বোঝে না সে বোঝে না' ছবির মাধ্যমে দর্শকদের আরও কাছের মেয়ে হয়ে উঠলেন পায়েল।
6/10
পরবর্তীকালে সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোন'-এ দেখা যায় পায়েল সরকারকে।
7/10
'যমের রাজা দিলো বর' ছবির জন্যও সেরা অভিনেত্রীর জন্য কলাকার পুরস্কার পান।
8/10
'গুড্ডু কি গান' ছবি দিয়ে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ হয় পায়েল সরকারের।
9/10
কেরিয়ারের একেবারে শুরুর দিকে পরিচালক সুব্রত সেনের ছবি 'বিবর'-এ অভিনয় করেন পায়েল।
10/10
'ক্রশ কানেকশন' ছবিতে তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়।
Published at : 24 Sep 2021 06:53 PM (IST)