Payel Sarkar Update: পার্শ্বচরিত্র থেকে ছবির নায়িকা, পায়েল সরকারের সেরা ১০টা ছবি
২০০৪ সালে 'শুধু তুমি' ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন পায়েল সরকার। ছবিতে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপায়েল সরকারের কেরিয়ারে মাইলস্টোন হয়ে থাকবে সুপারস্টার দেবের সঙ্গে 'আই লভ ইউ' ছবিটি।
'প্রেম আমার' ছবিতে অভিনেতা সোহমের সঙ্গে তাঁর জুটি দর্শকদের আরও প্রিয় হয়ে রয়েছে।
'লে ছক্কা' ছবিতে অভিনয়ের জন্য আনন্দলোক সেরা অভিনেত্রীর পুরস্কারও পান।
'বোঝে না সে বোঝে না' ছবির মাধ্যমে দর্শকদের আরও কাছের মেয়ে হয়ে উঠলেন পায়েল।
পরবর্তীকালে সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোন'-এ দেখা যায় পায়েল সরকারকে।
'যমের রাজা দিলো বর' ছবির জন্যও সেরা অভিনেত্রীর জন্য কলাকার পুরস্কার পান।
'গুড্ডু কি গান' ছবি দিয়ে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ হয় পায়েল সরকারের।
কেরিয়ারের একেবারে শুরুর দিকে পরিচালক সুব্রত সেনের ছবি 'বিবর'-এ অভিনয় করেন পায়েল।
'ক্রশ কানেকশন' ছবিতে তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -