Sohini Sarkar in Films: কোন ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় 'মন্দার' খ্যাত সোহিনী সরকারের?
সোহিনী সরকার
1/10
সম্প্রতি কিছুদিন আগে মুক্তি পেয়েছে সোহিনী সরকারের নতুন ওয়েব সিরিজ 'মন্দার'। এই ওয়েব সিরিজে সোহিনী সরকারের অভিনয় দারুণ প্রশংসিত হয়।
2/10
বাংলা ছবিতে সোহিনী সরকারের অভিনয় মানেই একটি অন্যরকম কিছু পেতে চায় দর্শক। অন্তত তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে এমনটাই ইমেজ তৈরি করে ফেলেছেন।
3/10
২০১৩-তে মুক্তি পায় 'ফড়িং'। বড় পর্দায় কেরিয়ার শুরু করার একেবারে প্রথমদিকের ছবি ছিল এটি। এই ছবি দিয়ে দর্শকের মন জিতে নিয়েছিলেন সোহিনী।
4/10
সোহিনী সরকার অভিনীত 'ওপেন টি বায়োস্কোপ' উল্লেখযোগ্য।
5/10
সৃজিৎ মুখোপাধ্যায়ের 'রাজকাহিনী' ছবিতে প্রশংসিত হয় সোহিনী সরকারের অভিনয়।
6/10
পরিচালক অরিন্দম শীলের 'হর হর ব্যোমকেশ' ছবিতে সত্যবতীর চরিত্রে অভিনয় করেন।
7/10
ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন 'বিবাহ ডায়রিজ' ছবিতে।
8/10
অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'সিনেমাওয়ালা' ছবিতে।
9/10
যদিও তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয় টেলিভিশন দিয়ে। পরবর্তীকালে অভিনয় শুরু করেন বড় পর্দায়।
10/10
টলিউডে দীর্ঘদিন চুটিয়ে অভিনয় করে ফেলেছেন সোহিনী সরকার। যদিও বাংলা ছবির জগতে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'রূপকথা নয়' ছবি দিয়ে।
Published at : 29 Nov 2021 07:47 PM (IST)