Vidya Balan Pics: 'কাহানি' থেকে 'দ্য ডার্টি পিকচার', বিদ্যা বালানের সেরা ১০ ছবি

বিদ্যা বালান

1/10
'পরিণীতা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় বিদ্যা বালানের।
2/10
'লাগে রহো মুন্নাভাই' ছবি দিয়ে তিনি দর্শকদের আরও কাছের হয়ে ওঠেন।
3/10
'ভুলভুলাইয়া' ছবিতে তাঁর অভিনীত 'মঞ্জুলিকা' চরিত্রে খুবই জনপ্রিয়তা পায়।
4/10
'নো ওয়ান কিলড জেসিকা' ছবিতে অভিনয় করে ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন।
5/10
''দ্য ডার্টি পিকচার'' ছবিটি বিদ্যা বালানকে শুধু যে আরও জনপ্রিয়তায় পৌঁছে দেয় তাই নয়, এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি।
6/10
বিদ্যা বালানের কেরিয়ারে 'কাহানি' ছবিটি সবসময়ই অন্যতম হয়ে থাকবে।
7/10
তাঁর অভিনীত অন্যতম ছবি অবশ্যই 'ইশকিয়া'।
8/10
অন্যরকম চরিত্রে অভিনয় করেন 'তুমহারি সুলু' ছবিতে।
9/10
বাংলা ছবি 'রাজকাহিনী'-ই যখন বলিউডে তৈরি হয়, তখন মুখ্য চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান।
10/10
'শকুন্তলা দেবী' ছবিতে বিদ্যা বালানের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
Sponsored Links by Taboola