Vidya Balan Pics: 'কাহানি' থেকে 'দ্য ডার্টি পিকচার', বিদ্যা বালানের সেরা ১০ ছবি
'পরিণীতা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় বিদ্যা বালানের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'লাগে রহো মুন্নাভাই' ছবি দিয়ে তিনি দর্শকদের আরও কাছের হয়ে ওঠেন।
'ভুলভুলাইয়া' ছবিতে তাঁর অভিনীত 'মঞ্জুলিকা' চরিত্রে খুবই জনপ্রিয়তা পায়।
'নো ওয়ান কিলড জেসিকা' ছবিতে অভিনয় করে ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন।
''দ্য ডার্টি পিকচার'' ছবিটি বিদ্যা বালানকে শুধু যে আরও জনপ্রিয়তায় পৌঁছে দেয় তাই নয়, এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি।
বিদ্যা বালানের কেরিয়ারে 'কাহানি' ছবিটি সবসময়ই অন্যতম হয়ে থাকবে।
তাঁর অভিনীত অন্যতম ছবি অবশ্যই 'ইশকিয়া'।
অন্যরকম চরিত্রে অভিনয় করেন 'তুমহারি সুলু' ছবিতে।
বাংলা ছবি 'রাজকাহিনী'-ই যখন বলিউডে তৈরি হয়, তখন মুখ্য চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান।
'শকুন্তলা দেবী' ছবিতে বিদ্যা বালানের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -