Rituparna Sengupta Films: কোন ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন ঋতুপর্ণা সেনগুপ্ত মনে আছে?
বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন প্রজন্মের নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে এখনও অটুট তাঁর জনপ্রিয়তা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলা ছবির দর্শকরা প্রথমবার তাঁকে বড় পর্দায় দেখলেন পরিচালক প্রভাত রায়ের ছবি 'শ্বেত পাথরের থালা'-তে।
এই ছবিতে অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় তাঁকে।
কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেননি।
তাঁকে প্রথমবার দর্শকরা দেখেন ছোট পর্দায় বা টেলিভিশনের ধারাবাহিকে।
অভিনেতা কুশল চক্রবর্তীর বিপরীতে টেলিভিশন ধারাবাহিক 'শ্বেত কপোত'-এ অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
কেরিয়ারের একেবারে শুরুর দিকে বেশ স্ট্রাগল করতে হয় তাঁকে।
অভিনেত্রী গার্গী রায়চৌধুরী প্রভাত রায়ের জনপ্রিয় ছবি 'শ্বেত পাথরের থালা' ছবিতে অভিনয় করতে রাজী না হওয়ায় ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে প্রস্তাব যায়।
এরপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। কখনও 'পারমিতার একদিন', কখনও 'আলো' ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিয়েছেন।
আবার কখনও শুধু টলিউড নয়, বাংলা ছবির গণ্ডী পেরিয়ে বলিউড ছবিতে অভিনয় করে হিন্দি ছবির দর্শকদেরও মন জিতে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -