Vegetable Price Hike: বৃষ্টিতে পচে যাচ্ছে সবজি, প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাজারে, হাত পুড়ছে মধ্যবিত্তের
টানা বৃষ্টির জেরে একাধিক জেলায় চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জমিতেই নষ্ট হয়েছে ফসল। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাজারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গল, বুধ দুদিন ধরেই লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনা। কিন্তু, সেই আরাধনা করতে গিয়ে, মধ্যবিত্তর পকেটে টান। আয়োজন করতেই নাজেহাল গৃহস্থ।
শাক-সবজি থেকে ফল-সবেরই দাম আকাশছোঁয়া। এর কারণস্বরূপ বাঁকুড়ার সোনামুখী ব্লকে, বিঘার পর বিঘা ধানি জমি নষ্ট হয়ে গেছে। সবজি ক্ষেতও জল থৈ থৈ। মাঠেই নষ্ট হচ্ছে ফসল।
সিঙ্গুরের এক কৃষকের কথায়, দাম পাচ্ছি না। ফসলের জোগান কম। তাই দাম বাড়ছে। যেটুকু ফসল ফলিয়েছিলেন, তাতেও ফড়েদের দাপটে চাষীরা লাভের মুখ দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের রোহন্ডা এলাকায়, কৃষিজমিতে জল জমে গেছে। জমিতেই নষ্ট হচ্ছে পটল, ভেন্ডি, ঝিঙে, বিভিন্নরকম শাক।
শুধু যে কৃষকরাই ক্ষতির মুখে পড়েছেন, এমনটা নয়। বড় ব্যবসায়ী থেকে ছোট সবজি বিক্রেতা, উত্সবের মরসুমে সকলেরই মাথায় হাত।
সবজি বিক্রেতা জ্যোতির্ময় সাউ জানিয়েছেন প্রচণ্ড খারাপ অবস্থা। সব সবজির দাম বৃষ্টিতে বেড়ে গেছে। সব সবজি নষ্ট হয়ে গেছে।
ক্রেতাদের কথায়, যাতেই হাত দিচ্ছি, তারই এত দাম... লক্ষ্মীপুজোর বাজেট তো কম করতেই হবে। যেভাবে হত, তা হবে না। পাল্লা দিয়ে বাড়ছে মাছ-মুরগির মাংসের দামও।
দুর্গাপুরের একাধিক বাজারেও একই ছবি। শাক-সবজি থেকে ফল, সবেতেই দামের ছ্যাঁকা। চড়া সব্জি, মাছ-মাংসের দাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -