Bollywood Celebrities: কোনও গডফাদার ছিল না, নিজগুণেই তারকা এঁরা
সৌন্দর্য, প্রতিভা সবই ছিল। অথচ কেউ পার্শ্বচরিত্র হয়েই রয়ে গিয়েছেন। কারও বা গুজরান হয় আইটেম গানে নেচে। মায়ানগরীতে অভিনেতা হতে এসে ফাঁদে আটকে পড়ার এমন ভূরি ভূরি উদাহরণ রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু বাবা, কাকা, দাদা ছাড়াই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন, হালফিলে এমন স্রোতের বিপরীতে মাথা তুলে থাকা তারকা-অভিনেতাদের সংখ্যা চোখে পড়ার মতো। শুধুমাত্র প্রতিভার জোরে এঁরা পরিচালক-প্রযোজকদের মন কেড়েছেন। আবার দর্শকও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের।
রিয়্যালিটি শো, অ্যাওয়ার্ড ফাংশনে একসময় নিয়মিত দেখা যেত তাঁকে। সেখান থেকে বলিউডের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন আয়ুষ্মান খুরানা। অফবিট সিনেমা হোক বা বাণিজ্যিক ছবির মোড়কে সামাজিক বার্তা তুলে ধরা, জুড়ি নেই তাঁর।
নায়কসুলভ চেহারা একেবারেই নেই। লম্বা-চওড়া, সুদর্শন, বুক ঠুকে এমন দাবি করবেন না পরম শুভাকাঙ্কীও। কিন্তু অভিনয়েই বাজিমাত করেছেন রাজকুমার রাও। ‘শাহিদ’, ‘লভ সেক্স অউর ধোঁকা’ থেকে ‘বরেলী কি বরফি’, ‘স্ত্রী’, বার বার নিজেকে প্রমাণ করেছেন রাজকুমার।
তাঁকে সিঙ্গল স্ক্রিনে আটকে রাখতে চেয়েছিলেন অনেকে। কিন্তু মাল্টিপ্লেক্স দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন কার্তিক আরিয়ান। অত্যন্ত খাজা ছবি দেখতে বসলেও, কার্তিকের অভিনয় মনে দাগ কেটে যায়।
এক দিকে আমির খান, মাধবন, করিনা কপূর, শরমন জোশী, বোমান ইরানির মতো অভিনেতারা। আর অন্য দিকে, মাত্র কয়েক মিনিটের উপস্থিতি উঠতি অভিনেতার। কিন্তু প্রথম দর্শনেই মন জিতে নিয়েছিলেন ঝাঁকড়া চুলের ছেলেটি। আলি ফজল এখন হলিউডেও পরিচিত মুখ।
সেই আন্ডারডগের কাহিনী। টিভি সিরিয়ালের ‘সাঁস-বহু’ কাহিনীর মাধ্যমে অভিনয়ে পদার্পণ। কিন্তু শান্ত, বুদ্ধিদীপ্ত বিক্রান্ত মাসি এখন ভাল অভিনেতার সমার্থক হয়ে দাঁড়িয়েছেন। তাই কঙ্কনা সেনশর্মা থেকে দীপিকা পাড়ুকোন, সকলেই তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন।
ছবি জুড়ে রণবীর সিংহ। কিন্তু তাঁর মধ্যেই ‘গাল্লি বয়’ থেকে উঠে এসেছিসলেন সিদ্ধান্ত চতুর্বেদী। তারকা-সন্তানদের মাঝে জায়গা করে নেওয়া যে কষ্টসাধ্য ছিল, তা নিয়ে কোনও রাখঢাক নেই তাঁর। দু’টি ছবি করেই বলিউডের মোস্ট ওয়ান্টেড তালিকায় ঢুকে পড়েছেন সিদ্ধান্ত।
হিন্দি ছবির দর্শক টিকিট কেটে দক্ষিণি ছবি দেখতে ভিড় করছেন, হালফিলেই এমন দৃশ্য বেশি করে চোখে পড়ছে। ‘কেজিএফ’ থেকে যশের উত্থান এই থেকেই। কাশ্মীর তেকে কন্যাকুমারী, ঘরে ঘরে এখন পরিচিত তিনি।
ছবির সিংহভাগ সংলাপ দেশি ইংরেজিতে। তার মধ্যে গুটখা চিবনো যুবকের আখ্যান। ‘দ্য হোয়াইট টাইগার’ নিয়ে দু’ভাবে বিভক্ত সমালোচকরা। তবে প্রথম ছবিতেই প্রিয়ঙ্কা চোপড়া, রাজকুমার রাওয়ের পাশে দাঁড়িয়ে আদর্শ গৌরব যে ছক্কা হাঁকিয়েছেন, তা নিয়ে দ্বিমত নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -