Rajnikanth House Pics রজনীকান্তের বিলাসবহুল বাসভবনের অন্দরসজ্জা দেখেছেন?
রজনীকান্তের বিলাসবহুল বাসভবনের অন্দরসজ্জা দেখেছেন?
1/12
সুপারস্টার রজনীকান্তের ফ্যান ফলোয়ার সারা দুনিয়া ছড়িয়ে রয়েছে। সম্প্রতি, অভিনয় জীবন থেকে সরে রাজনীতির অলিন্দে প্রবেশ করার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। কিন্তু, পরে তিনি পিছিয়ে আসেন। রজনীকান্তের জীবনধারণ ভীষণই কেতাদুরস্ত। সামনে এসেছে তাঁর বাংলোর ছবি।
2/12
এমনিতে রজনীকান্তের সম্পত্তি সারা দুনিয়াতে ছড়িয়ে রয়েছে। কিন্তু, তিনি পরিবারের সঙ্গে চেন্নাইয়ের পোজ গার্ডেনে থাকেন। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
3/12
ছবি দেখেই স্পষ্ট যে, রজনীকান্তের ঘরের অন্দরসজ্জা থেকে আসবাব-- সবকিছুই দামী ও অনন্য। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
4/12
প্রত্যেক উৎসব পরিবারের সদস্যদের সঙ্গেই পালন করেন রজনীকান্ত। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
5/12
রজনীকান্তের বাড়িতে সবেচয়ে বেশি ব্যবহৃত রং হল সাদা-- যা শান্তি়র প্রতীক। এই রঙের ফলে, ঘরের জৌলুস আরও বৃদ্ধি পেয়েছে। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
6/12
বাড়ির চারপাশে সবুজের সমাহার।(ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
7/12
রজনীকান্তের ঘরে এতটাই জায়গা যে সেখানে অনায়াসে বড় বৈঠক বা পার্টি হতে পারে। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
8/12
প্রত্যেক উৎসবে ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে রজনীর বাসভবন।(ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
9/12
প্রায়ই পরিবারের ছবি শেয়ার করেন অভিনেতার মেয়ে সৌন্দারিয়া। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
10/12
এখনও ছবির জগতে সক্রিয় ৬৭ বছরের রজনীকান্ত। অভিনয় দিয়ে অনুরাগীর মন ভরিয়ে তিনি।(ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
11/12
রজনীকান্তের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর মহীশূরের একটি মরাঠা পরিবারে হয়েছিল। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
12/12
তাঁর বাবা পুলিশ কনস্টেবল ছিলেন। রজনীকান্তের আসল নাম শিবাজী রাও গায়কোয়াড়। (ছবি সৌজন্য - সৌন্দারিয়া রজনীকান্তের ট্যুইটার)
Published at : 12 May 2021 04:13 PM (IST)