Shahid Kapoor in Films: 'ব্যাকগ্রাউন্ড ডান্সার' থেকে বলিউডের হার্টথ্রব, শাহিদ কপূরের জনপ্রিয় ছবিগুলি এক নজরে
বলিউডের হার্টথ্রব শাহিদ কপূর। নায়ক হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশের আগে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন শাহিদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইশক-ভিশক - ২০০৩ সালে কেন ঘোষ পরিচালিত এই 'টিনএজ রোম্যান্স' দিয়ে বড়পর্দায় নায়কের চরিত্রে ডেবিউ করেন শাহিদ কপূর।
চুপ চুপ কে - করিনা কপূরের সঙ্গে একাধিক ছবির মধ্য়ে এটি অন্যতম উল্লেখযোগ্য। এই ছবিতে মূক-বধির সেজে গোটা ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
যব উই মেট - ইমতিয়াজ আলির পরিচালনায় শাহিদ কপূর ও করিনা কপূর অভিনীত অন্যতম সফল ছবি এটি। চিরন্তন প্রেমকাহিনির জন্য এই ছবি সকলের কাছে সমাদৃত হয়।
কিসমত কানেকশন - বলিউডের কিছু স্বল্প সংখ্য়ক জুটি যা দর্শকেরা পছন্দ করেননি, সেগুলির মধ্যে শাহিদ ও বিদ্যা বালান জুটি অন্যতম। ২০০৮ সালে মুক্তি পায় এই ছবি, তবে বিশেষ সাফল্য় লাভ করতে পারেনি।
কমিনে - প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহিদকে।
আর. রাজকুমার - একেবারে কমার্শিয়াল সাফল্যের কথা মাথায় রেখে তৈরি ছবি এটি। সোনাক্ষি সিংহের বিপরীতে অভিনয়। তাঁদের শারীরিক গঠনের কারণে অনেকের অপছন্দ হলেও ছবিটি সাফল্য লাভ করে বক্স অফিসে।
হায়দার - উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক 'হ্যামলেট' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহিদ। সমালোচকরা প্রশংসায় ভরিয়ে দেন তাঁর অভিনয় দক্ষতা।
উড়তা পঞ্জাব - ২০১৬ সালে মুক্তি পায় 'উড়তা পঞ্জাব'। মুক্তির সময় থেকে একাধিক বিতর্কে জড়ায় এই ছবি। পঞ্জাবের বিভিন্ন অঞ্চলের যুবকেরা কীভাবে ড্রাগের নেশায় বুঁদ হয়ে যায় এবং তাদের উদ্ধার সেই নিয়ে তৈরি হয় গল্পটি।
পদ্মাবত - সঞ্জয় লীলা বনশালীর পিরিয়ড ড্রামা 'পদ্মাবত'-এ রাজা রতন সিংহের চরিত্রে অভিনয় করেন শাহিদ। ওই ছবিতে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সঙ্গে অভিনয় করেন তিনি।
কবীর সিংহ - ২০১৯ সালে কিয়ারা আডবাণীর বিপরীতে অভিনয়। জনপ্রিয় তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি'র হিন্দি রিমেক এটি। তাঁর চরিত্রটি বিস্তরে সমালোচিত হয় এই ছবির পর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -