Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sanjay Dutt Birthday: জন্মদিনে ফিরে দেখা সঞ্জয় দত্তের জীবনের নানা সম্পর্ক ও উত্থান-পতনের গল্প
১২ মার্চ, ১৯৯৩। মুম্বই ব্লাস্ট। সন্ত্রাসবাদের চরমতম নিদর্শন দেখল বাণিজ্যনগরী। রাতারাতি সারা দেশের কাছে তিনি হয়ে উঠলেন 'খলনায়ক'। সঞ্জয় দত্ত। অভিনেত্রী নার্গিস ও সুনীল দত্তের একমাত্র ছেলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজীবন তার ঠিক যেন সিনেমা। শোনা যায়, কড়া শাসনের মধ্যে থেকেও অভিনেতা বাবার বিগড়ে যাওয়া সন্তান ছিলেন সঞ্জয়। ৯ বছর বয়সে সিগারেটে টান। তারপর একসময় বুঁদ হয়েছিলেন নেশায়।
তাঁর প্রথম ছবি 'রকি'। কেরিয়ারে সাফল্যের স্বাদ পেয়ে থিতু হতে চান সঞ্জয়। নবাগতা রিচা শর্মাকে মনে ধরে তাঁর। বিয়েও করেন। রিচা ও সঞ্জয়ের একমাত্র সন্তান ত্রিশলা । তাঁর জন্মের কয়েক মাসের মধ্যেই ব্রেন টিউমরে আক্রান্ত হন রিচা।
বলিউডে কান পাতলে এখনও শোনা যায় মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয়ের সম্পর্কের সেই সময়ের গুঞ্জন। সেই সময় বলিউডে কথা রটে, সঞ্জয় টাডা আইনে ধরা না পড়লে মাধুরী আর সঞ্জয়ের সম্পর্কটা অন্যরকম হলেও হতে পারত।
গোয়ায় ২০০৮ সালে বিয়ে সারেন সঞ্জয় এবং নম্রতা। সঞ্জয় দত্তের থেকে ১৯ বছরের ছোট মান্যতা।
অভিনয়ের সুবাদেই পরিচয় সঞ্জয় এবং মান্যতার। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীকালে সম্পর্ক হয় তাঁদের। এরপর বিয়ে করেন তাঁরা।
২০০৩। মুক্তি পেল মুন্নাভাই এমবিবিএস। বাকিটা ইতিহাস। বেস্ট কমেডিয়ান হিসেবে পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ২০০৬ এ লাগে রহো মুন্নাভাই যেন ভুলিয়ে দিল খলনায়ককে। আবার অগ্নিপথে সম্পূর্ণ এক অন্য সঞ্জয়কে দেখল দর্শক। ভ্রু কামিয়ে কী বীভত্ওস চেহারা। লেন।
সঞ্জয় দত্তের জীবনের নানা পর্যায়, বিতর্ক নিয়ে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পায় বায়োপিক সঞ্জু। ছবিটিতে রণবীর কাপুর তাঁর নাম ভূমিকায় অভিনয় করেন। ছবিটি ২০১৮ সালের ২৯শে জুন মুক্তি পায়। এই ছবি বলিউডে হিট ছবির ইতিহাসে অন্যতম মাইলস্টোন।
২০২০ সালে অগাস্ট মাসে, ৬১ বছরের সঞ্জুবাবা জানিয়েছিলেন, তিনি চিকিৎসার জন্য কিছুদিন কাজ থেকে বিশ্রাম নেবেন। সেই সময় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -