Yami Aditya Love Story: জন্মদিনে ফিরে দেখা ইয়ামি গৌতম ও আদিত্য ধরের লাভ স্টোরি
আজ বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের জন্মদিন। এক নজরে ফিরে দেখা তাঁর ও আদিত্যর ভালবাসার কাহিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হন ২ জন। উড়ি ছবির পরিচালক অদিত্য ধরের সঙ্গে।
এই দম্পতি তাঁদের বিয়ের একটি সুন্দর ছবি দিয়ে তাঁদের ভক্তদের কাছে তাঁদের বিয়ের খবর ঘোষণা করেছেন।
ইয়ামি গৌতমের মতো একই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন পরিচালক আদিত্য ধরও। তিনি ক্যাপশনে লিখেছেন, 'তোমার হাসি সমস্ত বিশ্বকে আলো দেয়। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা আমার এবং আমার অর্ধাঙ্গিনীর পক্ষ থেকে।'
পোস্টটিতে আরও লেখা হয়েছে, “আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছি। খুব ব্যক্তিগত মানুষ হওয়ায়, আমরা আমাদের পরিবারের সঙ্গে এই আনন্দের মুহূর্তটি উদযাপন করছি।''
বিয়ের পরেও নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করেছেন ইয়ামি গৌতম।
করবা চৌথ ও দীপাবলির সময়ে ছবি পোস্ট করেছেন ইয়ামি। আদিত্যর সঙ্গে তাঁর ভালবাসার ছবি তুলে ধরেছেন।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'বালা' অভিনেত্রী ইয়ামি গৌতম একটি ছবি পোস্ট করে অনুরাগীদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক আদিত্য ধরের সঙ্গে এদিন ছবি পোস্ট করে ইয়ামি গৌতম লিখেছেন, 'প্রত্যেক বছর দীপাবলি নিয়ে আসে অনেক স্মৃতি আর অনেক নতুন শুরু। দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে। শুভেচ্ছা জানাই অনেক খুশি, সুস্থতা এবং সাফল্যের।'
প্রসঙ্গত, ২০১৯-এ মুক্তি পাওয়া 'উরি' ছবির প্রোমোশনের সময় থেকেই একে অপরের প্রেমে পড়েন ইয়ামি গৌতম এবং আদিত্য ধর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -