Entertainment:দেশভাগের সময় দিল্লি আসা সেই কিশোরই আজ বিশিষ্ট কবি, জ্ঞানপীঠ পুরস্কার গুলজারকে
জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার । জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে, সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুলজারকে চয়ন করা হয়েছে। তাঁর সঙ্গেই এই পুরস্কার পাচ্ছেন সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভর্দ্রাচার্য। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উর্দু কবি হিসেবে স্বীকৃত গুলজার। হিন্দি চলচ্চিত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারও পান উর্দু সাহিত্যে অবদানের জন্য।(ছবি:PTI)
পাশাপাশি ২০১৩ সালে দাদাসাহেব ফালকে, ২০০৪ সালে পদ্মভূষণও পেয়েছিলেন। জাতীয় পুরস্কারও রয়েছে ঝুলিতে।(ছবি:PTI)
বিশিষ্ট এই শিল্পীর জন্ম অবিভক্ত ভারতের ঝিলম জেলার 'দিনা'-য়। এটি বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। দেশভাগের পর দিল্লি চলে আসেন গুলজার। তখনও অবশ্য তাঁর নাম সম্পুরণ সিংহ কালরা। ১৯৬১ সালে বিমল রায়ের প্রযোজনা সংস্থায় যোগ দেন তিনি। 'বন্দিনী' ছবির গীতিকার হিসেবে প্রথম তাঁকে চিনেছিল বলিউড। (ছবি:PTI)
এর পর হৃষিকেশ মুখোপাধ্যায় এবং অসিতকুমার সেনের মত পরিচালকদের সঙ্গেও কাজ করেন গুলজার। তাঁর অজস্র সৃষ্টি মুখে মুখে ফেরে। তাই বলে বিরতি নেননি। ৮৯ বছর বয়সেও দিনরাত কলম চালিয়ে যাচ্ছেন তিনি। হিন্দি চলচ্চিত্রে অনন্য সৃষ্টিরয় জন্যও পরিচিত গুলজার। অস্কার এবং গ্র্যামি-জয়ী 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির বিখ্যাত 'জয় হো' গানটির গীতিকার তিনি। পাশাপাশি, 'মাচিস', 'ওমকারা', 'দিল সে', 'গুরু' ছবির জন্যও গান লিখেছেন গুলজার। (ছবি:PTI)
হাত পাকিয়েছেন পরিচালনায়। ১৯৭১ সালে 'মেরে অপনে' ছবিতে পরিচালনায় হাতেখড়ি। তার পর, 'মাচিস', 'আঁধি', 'পরিচয়', 'ইজাজতে'র মতো ছবি বানিয়েছেন। (ছবি:PTI)
একসময়ে টেলি-ফিল্ম নির্মাণেও নজর দেন তিনি। তৈরি করেন মির্জা গালিব। সেটা ১৯৮৮ সাল। নামভূমিকায় নাসিরুদ্দিন শাহের অভিনয় ও গুলজারের নির্মাণক্ষমতা ভারতের টেলিদুনিয়ার ইতিহাসে 'মির্জা গালিব'-কে অন্য মাত্রায় পৌঁছে দেয়। (ছবি:PTI)
এদিন সংস্কৃত পণ্ডিত রামভর্দ্রাচার্যের পাশাপাশি তাঁকেও সম্মানিত করা হল জ্ঞানপীঠ পুরস্কারে। প্রসঙ্গত, ১৯৪৪ সালে জ্ঞানপীঠ পুরস্কারের সূচনা হয়। প্রতি বছর সাহিত্যক্ষেত্রে যুক্ত বাছাই করা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই নিয়ে কোনও উর্দু সাহিত্যিক এই পুরস্কার পাচ্ছেন পঞ্চম বার।।(ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -