Happy Birthday Akshay Kumar: অভিনয়ে আসার আগে কী করতেন অক্ষয় কুমার? জন্মদিনে অভিনেতার জীবনের ১০ অজানা তথ্য
শুভ জন্মদিন অক্ষয় কুমার
1/10
তায়কোন্ডোতে ব্ল্যাক বেল্ট অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। জানা যায়, ব্যাংকক থেকে মার্শাল আর্টের ট্রেনিং নিয়েছেন তিনি। অভিনেটার আসল নাম - রাজীব হরি এম ভাটিয়া।
2/10
ব্যাংককে মার্শাল আর্ট শেখাকালীন ওয়েটারেরও কাজ করেছিলেন তিনি।
3/10
যেখানে বলিউডের অনেক নায়করাই অ্যাকশন দৃশ্যের জন্য বডি ডাবল ব্যবহার করে থাকেন, অক্ষয় কুমার নিজেই নিজের অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন। স্টান্টও নিজেই করেন।
4/10
মুম্বইতে মার্শাল আর্ট শেখাতেন অক্ষয় কুমার। সেই সময় তাঁর এক ছাত্র তাঁকে মডেলিংয়ের জন্য বলেন। একটি ছোট কোম্পানিতে মডেল হিসেবে কাজ করার পর তাঁর পোর্টফোলিও প্রয়োজক প্রমোদ চক্রবর্তীর পছন্দ হয়। তিনি তাঁকে 'দিদার' ছবিতে সই করান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অক্ষয় কুমারকে।
5/10
কেরিয়ারের শুরু থেকে দারুণ পরিশ্রমী ছিলেন অক্ষয় কুমার। বছরে যাতে ৩ থেকে ৪টে ছবি করতে পারেন, তাই ২ থেকে ৩ মাসের মধ্যে একটা ছবির শ্যুটিং শেষ করার চেষ্টা করতেন।
6/10
যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, বছরে দুবার পরিবারের সঙ্গে অবশ্যই ছুটি কাটাতে বাইরে যান তিনি।
7/10
স্বাস্থ্য সচেতন অক্ষয় একেবারেই রাত পর্যন্ত পার্টি করা পছন্দ করেন না।
8/10
প্রতিদিন ভোর সাড়ে চারটেয় ঘুম থেকে উঠে পড়া অভ্যাস অক্ষয় কুমারের। আর বেশিরভাগ দিন রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন তিনি।
9/10
নিয়ম মেনে চলতে ভালোবাসেন অভিনেতা। তাঁর ডায়েট চার্টে কোনও পরিবর্তন তিনি একেবারেই পছন্দ করেন না। তাই সন্ধ্যে সাতটার মধ্যে নিয়ম করে রাতের খাবার খেয়ে নেন তিনি। এরপর আর কোনও খাবার খান না।
10/10
সিগারেট কিংবা অ্যালকোহলের কোনও নেশা করেন না অক্ষয় কুমার। এমনকি চা, কফি পর্যন্ত এড়িয়ে চলেন।
Published at : 09 Sep 2021 08:03 AM (IST)