Helen on Dance Reality Show: বাংলা টেলিভিশনের মঞ্চ মাতাতে আসছেন হেলেন

বাংলা টেলিভিশনে প্রথমবার হেলেন

1/10
বাংলা টেলিভিশনের জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'। ছোটপর্দার দর্শকদের জন্য ফের চমক আনতে চলেছেন নির্মাতারা।
2/10
এই প্রথমবার বাংলা টেলিভিশনের মঞ্চে আসছেন কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেত্রী হেলেন।
3/10
ইতিমধ্যেই শেষ হয়েছে সেই বিশেষ পর্বের শ্যুটিং।
4/10
'ডান্স ডান্স জুনিয়র' অনুষ্ঠানের খুদে প্রতিযোগীরা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
5/10
কিছুদিন আগেই এই অনুষ্ঠানের মঞ্চে এসেছিলেন অভিনেত্রী সানি লিওনি। ছোটপর্দায় তাঁর নাচ দেখেছিলেন বাংলার দর্শকেরা।
6/10
এবার মঞ্চে হেলেন। তাঁর পারফরম্যান্স দেখার জন্য যে সকলে উদগ্রীব হয়ে অপেক্ষায় বলাই বাহুল্য।
7/10
লাল পেড়ে সবুজ শাড়ি, লাল ব্লাউজে হেলেনের লুক নজর কেড়েছে সকলের।
8/10
'ডান্স ডান্স জুনিয়র' রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় রয়েছেন দেব ও মনামী ঘোষ। সেই সঙ্গে অবশ্যই আছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীও।
9/10
প্রায়ই নিজেদের সোশ্যাল সাইটে অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন বিচারকরা।
10/10
এমনিতেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় এই অনুষ্ঠান। সেখানে হেলেনের আবির্ভাব যেন 'আইসিং অন দ্য কেক'।
Sponsored Links by Taboola