Dulquer Salmaan: ফিল্ম ইন্ডাস্ট্রির 'হার্টথ্রব' দুলকর সলমন, অভিনেতা হওয়ার আগে কোন পেশায় ছিলেন?

Dulquer Salmaan Birthday: ৪০ পূর্ণ করলেন সীতা রামম অভিনেতা দুলকর সলমন। দক্ষিণী সিনেমা জগতের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডেও। মালয়লম ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
২৮ জুলাই জন্মদিন বলিউডের এই মুহূর্তের অন্যতম হার্টথ্রব অভিনেতা দুলকর সলমনের। তবে অভিনেতাই শুধু নন, জানেন কি তিনি একজন সফল ব্যবসায়ীও?
2/10
এই মুহূর্তে বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন দুলকর সলমন। অভিনয় দক্ষতা মন জয় করেছে দর্শকের। তবে জানেন কি, অভিনয় জগতে আসার আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি?
3/10
অভিনেতা, তাঁর বাবার মতোই নিজের কর্মজীবন প্রথমেই অভিনেতা হিসেবে শুরু করেননি।
4/10
অভিনেতা হওয়ার আগে তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
5/10
দুলকরের গাড়ির প্রতি প্রবল ভালবাসা, আর সেই কারণেই তিনি একটি 'কার ট্রেডিং' ওয়েবসাইট চালাতেন।
6/10
শোনা যায়, চেন্নাইয়ে তাঁর একটি 'ডেন্টাল বিজনেস চেন' রয়েছে।
7/10
বেঙ্গালুরুতে অবস্থিত 'মাদারহুড হসপিটালস'-এর অন্যতম ডিরেক্টর তিনি।
8/10
সূত্রের খবর, দুবাইয়ে তাঁর খান দুই হোটেল রেস্তোরাঁও রয়েছে।
9/10
ব্যবসায় অভিজ্ঞতা অর্জনের পর, অভিনয়ে নিজের প্যাশন অনুধাবন করার সিদ্ধান্ত নেন।
10/10
মালয়লম ছবির হাত ধরে তিনি পা রাখেন অভিনয় জগতে।
Sponsored Links by Taboola