Dulquer Salmaan: ফিল্ম ইন্ডাস্ট্রির 'হার্টথ্রব' দুলকর সলমন, অভিনেতা হওয়ার আগে কোন পেশায় ছিলেন?
২৮ জুলাই জন্মদিন বলিউডের এই মুহূর্তের অন্যতম হার্টথ্রব অভিনেতা দুলকর সলমনের। তবে অভিনেতাই শুধু নন, জানেন কি তিনি একজন সফল ব্যবসায়ীও?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মুহূর্তে বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন দুলকর সলমন। অভিনয় দক্ষতা মন জয় করেছে দর্শকের। তবে জানেন কি, অভিনয় জগতে আসার আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি?
অভিনেতা, তাঁর বাবার মতোই নিজের কর্মজীবন প্রথমেই অভিনেতা হিসেবে শুরু করেননি।
অভিনেতা হওয়ার আগে তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
দুলকরের গাড়ির প্রতি প্রবল ভালবাসা, আর সেই কারণেই তিনি একটি 'কার ট্রেডিং' ওয়েবসাইট চালাতেন।
শোনা যায়, চেন্নাইয়ে তাঁর একটি 'ডেন্টাল বিজনেস চেন' রয়েছে।
বেঙ্গালুরুতে অবস্থিত 'মাদারহুড হসপিটালস'-এর অন্যতম ডিরেক্টর তিনি।
সূত্রের খবর, দুবাইয়ে তাঁর খান দুই হোটেল রেস্তোরাঁও রয়েছে।
ব্যবসায় অভিজ্ঞতা অর্জনের পর, অভিনয়ে নিজের প্যাশন অনুধাবন করার সিদ্ধান্ত নেন।
মালয়লম ছবির হাত ধরে তিনি পা রাখেন অভিনয় জগতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -