Hina Khan Father Death: শেষদিন পর্যন্ত অনুপ্রেরণা দিয়েছেন, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হিনা
ফাইল ছবি
1/9
শ্যুটিং করছিলেন কাশ্মীরে। হঠাৎই বাবার মৃত্যুর খবর। মুম্বই ফিরলেন অভিনেত্রী হিনা খান। গতকাল মৃত্যু হয় হিনার বাবার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
2/9
গতকাল রাতেই মুম্বই রওনা দেন তিনি। অংশ নেন বাবার শেষযাত্রায়।
3/9
ইনস্টাগ্রামে বহুবার বাবার সঙ্গে ছবি শেয়ার করেছেন হিনা। তার মধ্যে একটি ছবি। বরবারই বাবার খুব প্রিয় ছিলেন তিনি তা এই ছবিতেই স্পষ্ট।
4/9
কন্যাসন্তান মানেই বাবার খুব কাছের। হিনার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি। বাবার সঙ্গে কাটানো মুহূর্তই মনের মণিকোঠায় থেকে যাবে অভিনেত্রীর।
5/9
খুব বেশিদিন আগে নয়। লকডাউনের মধ্যেই বাবার জন্য মাস্ক তৈরি করেছিলেন হিনা।
6/9
একাধিকবার বাবার সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করেছেন হিনা।
7/9
কাজের চাপ সামলেও মাঝেমধ্যে পরিবারের সঙ্গে ঘুরতে যেতেন হিনা।
8/9
বিভিন্ন অনুষ্ঠানে হিনা বলেছেন, কেরিয়ার শুরুর প্রথম দিন থেকে বাবা অনুপ্রেরণা দিয়েছেন। সেই সময় পাশে কেউ ছিল না।
9/9
বাবা ছাড়াও হিনার পরিবারে আছেন তাঁর মা এবং ভাই।
Published at : 21 Apr 2021 11:23 PM (IST)