Entertainment:সূর্যের আলোয় উজ্জ্বল অনুষ্কা!
Anushka Sharma:ক্যারাউজাল পরে সূর্যের নরম আলোয় দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা শর্মা। একই মুহূর্তের তিন-তিনটি ছবি পোস্ট করেছিলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা ভক্তদের।
সূর্যের আলোয় উজ্জ্বল অনুষ্কা!! (ছবি:Anushka Sharma Instagram)
1/8
'ক্যারাউজাল' পরে সূর্যের নরম আলোয় দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা শর্মা। একই মুহূর্তের তিন-তিনটি ছবি পোস্ট করেছিলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।
2/8
সঙ্গে সঙ্গেই কমেন্টের বন্যা ভক্তদের। সূর্যের আলো নাকি বিরাট-পত্নী? কাকে বেশি উজ্জ্বল লাগছে?
3/8
এটিই অবশ্য প্রথম বার নয়। একটু চোখ বোলালেই দেখা যাবে, বলি-তারকার ইনস্টাগ্রামে এমন 'sun-kissed' ছবির ছড়াছড়ি।
4/8
সেজেগুজে ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাজুয়াল লুকেও ছবি দেন অনুষ্কা। তবে সূর্যের আলো মেখে ছবি দেওয়া বোধহয় তাঁর সবচেয়ে বেশি পছন্দের।
5/8
হালে সেই মুডেই ফিরে যেতে দেখা গেল বলি-তারকাকে। এবং এবারও মুগ্ধ ভক্তের দল।
6/8
পেশাগত দিক থেকে এর পর 'চাকদা এক্সপ্রেস' ছবিতে দেখা যাবে অনুষ্কাকে। ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের উপর তৈরি এই ছবি।
7/8
সূত্রের খবর, 'চাকদা এক্সপ্রেসের' জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন অনুষ্কা। হালে ঝুলন গোস্বামীর জন্মদিনে শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাঁকে।
8/8
সূর্যের আলোর মতোই এই ছবিতে কি চোখধাঁধানো পারফরম্য়ান্স দেবেন অনুষ্কা? আপাতত সেটিই জানার অপেক্ষা।
Published at : 25 Nov 2022 06:30 PM (IST)