Priyanka Chopra Fitness : কেরিয়ারের এত বছর পরেও ফিট প্রিয়াঙ্কা, জানেন এর রহস্য ?
ছবি- প্রিয়াঙ্কা চোপড়া
1/5
প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে প্রথম লাইম লাইটে আসা। এর পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা। ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি দিয়ে এখন হলিউডেও পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী।
2/5
বরাবরই নিজের স্লিম ফিগার মেইনটেন করেন প্রিয়াঙ্কা। এব্যাপারে কোনও সন্দেহ নেই যে, নিজের সৌন্দর্য্য ধরে রাখার জন্য ওয়ার্কআউট এবং কড়া ডায়েট চার্ট অনুসরণ করেন এই অভিনেত্রী।
3/5
নিজেকে সব সময় সক্রিয় ও তরতাজা রাখার জন্য প্রতি দুই ঘণ্টা অন্তর বাদাম ও ডাবের জল খেতে পছন্দ করেন। এছাড়া চকোলেট আর কেক খেতেও কখনও ভোলেন না।
4/5
এর পাশাপাশি শরীরে ভিটামিন আর প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সব্জি ও ফল খান প্রিয়াঙ্কা। ব্রেকফাস্টে খান দুটি ডিম ও স্কিমড দুধ। দুপুরের খাবারের তালিকায় থাকে ২টি রুটি, ডাল, স্যালাড আর সব্জি।
5/5
সন্ধেয় খিদে পেলে স্যান্ডউইচ ও স্যালাড খান প্রিয়াঙ্কা। আর রাতে পিসি প্রায়ই- সুপ, গ্রিলড চিকেন বা মাছ পছন্দ করেন। এছাড়া সপ্তাহে চারদিন এক্সারসাইজ করেন। এরমধ্যে কার্ডিও, ওয়েট ট্রেনিংয়ের সাথে সাথে রয়েছে প্রাণায়ম।
Published at : 26 Jun 2021 09:53 AM (IST)