Salman Khan-Katrina Kaif: ‘মুখফুটে বলতে হয় না, আমি কষ্টে থাকলে বুঝে যায় সলমন’, রাস্তা আলাদা হয়ে গেলেও অকপট ক্যাটরিনা
Bollywood Updates: আলাদা হয়ে গিয়েছে রাস্তা। সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বহু আগেই। ফের সলমনের সঙ্গে পর্দায় আসছেন ক্যাটরিনা।
—ফাইল চিত্র।
1/10
এক সময় কাছাকাছি ছিলেন দু’জনে। আজ শুধু দূরত্বই বাড়েনি। আলাদা হয়ে গিয়েছে, তাঁদের রাস্তা। কিন্তু তিক্ততা জন্মায়নি। সলমন খানকে নিয়ে ফের নিজের অনুভূতি জানালেন ক্যাটরিনা কাইফ।
2/10
ভিকি কৌশলের সঙ্গে বিয়ের ঢের আগেই সলমনের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে ক্যাটরিনার। এর নেপথ্য কারণ নাকি ছিলেন রণবীর কপূর! রণবীরের জন্য মেসেজ পাঠিয়ে সলমনের সঙ্গে ক্যাটরিনা ব্রেকআপ করে নেন বলে শোনা যায়।
3/10
কিন্তু রণবীরের সঙ্গেও সম্পর্ক টেকেনি ক্যাটরিনার। তার পর সলমনের বাড়িতে ক্যাটরিনার আনাগোনা বাড়লেও, শেষমেশ ভিকির সঙ্গেই সংসার পেতেছেন তিনি। তার পরেও সলমনের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা।
4/10
আগামী বছর দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমন-ক্যাটরিনা অভিনীত ‘টাইগার ৩’। তার আগে সলমনের সঙ্গে সমীকরণ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা। সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “অবশ্যই সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই দারুণ।”
5/10
এর আগেও সলমনের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ক্যাটরিনা জানিয়েছিলেন, সলমন তাঁর সারাজীবনের বন্ধু। তিনি বলেন, “সলমন আমার সারাজীবনের বন্ধু। বরাবর আমার পাশে থেকেছে। অনেক বছর ধরে আমার প্রয়োজনে-অপ্রয়োজনে ছুটে এসেছে।”
6/10
মাঝে সম্পর্কের সুতো আলগা হয়ে গেলেও, তাঁর কঠিন সময়ে সলমনকেই পাশে পেয়েছিলেন বলেও জানান ক্যাটরিনা। তিনি বলেন, “মাঝে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি। সেভাবে যোগাযোগ ছিল না। কিন্তু কোনও না কোনও ভাবে রাস্তা মিলে যেত এবং দেখতাম, সলমন রয়েছে।”
7/10
নিজে থেকে কিছু বলতে হত না, তিনি বিপদে পড়লে সলমন আপনা আপনিই তা টের পান বলেও জানিয়েছেন ক্যাটরিনা। তাঁর কথায়, “কোনও ভাবে সলমন ঠিক বুঝে যেত। আমাদের সম্পর্ক এমনই সহজাত। ওঁর উপর ভরসা করা যায়। ওঁকে সম্পূর্ণ ভাবে বিশ্বাস করি আমি। আমাদের মধ্যে অন্য রকমের সংযোগ রয়েছে।”
8/10
রগচটা সলমন তাঁর সান্নিধ্যে এসেই শান্ত হয়েছেন কিনা একবার জানতে চাওয়া হয়েছিল ক্যাটরিনার কাছে। তাঁর জবাব ছিল, “তেমন হলে অবশ্যই ভাল কথা. কিছু সময় এমন কিছু লেখা হয় সংবাদমাধ্যমে, তাতে দুঃখ হয়। আমি খুশি যে সলমন মিডিয়াক সঙ্গে এখন স্বচ্ছন্দ বোধ করে।”
9/10
অষ্টাদশী ক্যাটরিনাকে বলিউড জয় করতে সলমনই সাহায্য করেছিলেন। সে কথা অকপটে মেনে নেন ক্যাটরিনাও। তাঁদের সম্পর্কের কথা অজানা ছিল না কারও। এমনকি হরিণ শিকার মামলায় সলমন যখন জেলে, সেই সময় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে।
10/10
গোড়ার দিকে দু’জনের কেউই সম্পর্কের কথা স্বীকার করতেন না। তবে ক্যাটরিনার জীবনে রণবীরের প্রবেশ নিয়ে যখন কানাঘুষো চলছে, সেই সময় আকারে ইঙ্গিতে সলমন ব্রেকআপের কথা বুঝিয়ে দেন। তবে তাঁদের সম্পর্কে নানা ধাপ পেরিয়েছে বলেও মানেন ক্যাটরিনাও।
Published at : 15 Oct 2022 11:14 PM (IST)