Entertainment: দীপিকার লাইভে রণবীরের 'অনুপ্রবেশ'! হট্টগোল সোশ্যাল মিডিয়ায়
ইনস্টাগ্রামে 'লাইভ' করছেন, তাও আবার নিজের 'সেল্ফ কেয়ার' ব্র্যান্ড নিয়ে। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ছিলেন দীপিকা পাড়ুকোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদর্শক এবং কমেন্টও বাড়ছিল হইহই করে। তার মধ্যেই হঠাৎ এক জন লিখলেন, 'বাহ, বাহ, কী উত্তেজনা দেখুন!'
সঙ্গে প্রশংসা, 'সকলকে জানাতে চাই ও সত্যিই খুব পরিশ্রম করেছে।' কিন্তু কে বলছেন এমন কথা?
উত্তরটা সহজ। রণবীর সিংহ। ব্যস, মুহূর্তে সব লাইমলাইট তাঁর দিকে। স্রেফ মন্তব্য করে থামেননি রণবীর।
লাইভ চলাকালীনই তাঁর প্রশ্ন, 'একটা জিনিস, তুমি বাড়ি কখন আসবে?' দীপিকা যখন লাইভ শেষ করছেন, তখনও কমেন্ট করা বন্ধ করেননি স্বামী।
আবার শেষে লিখলেন, 'তোমার পাশে থাকার জন্য আমাকেও ধন্যবাদ দিও।'
এই মুহূর্তে কর্তা-গিন্নি দুজনেই কাজের চাপে তুমুল ব্যস্ত। 'পাঠান', 'ফাইটার'-র মতো ছবি রয়েছে দীপিকার হাতে।
'সার্কাস', 'রকি অউর রানি কি প্রেম কহানি' নিয়ে ব্যস্ত রণবীর। তার মধ্যেই খুনসুটি স্ত্রীর সঙ্গে। তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -