Subhashree Ganguly Pics: বর্ধমানের মেয়ে থেকে কীভাবে টলিউডের জনপ্রিয় নায়িকা হয়ে উঠলেন শুভশ্রী?
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
1/10
এই মুহূর্তে টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
2/10
বর্ধমানে জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা এবং পড়াশোনা অভিনেত্রীর।
3/10
পরবর্তীকালে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক পাশ করেন।
4/10
এরপরই যোগ দেন 'আনন্দলোক নায়িকার খোঁজে' নামে জনপ্রিয় শোয়ে। এবং সেখানে বিজয়ীও হন।
5/10
অনেকেরই হয়তো জানা নেই। বাংলা ছবি নয়, বরং ওড়িয়া ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় শুভশ্রীর।
6/10
তবে, বাংলা ছবিতে তাঁর ডেবিও হয় 'পিতৃভূমি' ছবি দিয়ে।
7/10
যদিও সেই ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন না শুভশ্রী। বরং, সুপারস্টার জিতের বোনের চরিত্রে অবিনয় করেন।
8/10
এরপর তিনি বড় সুযোগ পান পরিচালক রাজ চক্রবর্তীর ছবি 'চ্যালেঞ্জ'-এ। অভিনেতা দেবের বিপরীতে তাঁর এই ছবি বক্স অফিসেও দারুণ হিট হয়।
9/10
এরপর আর জনপ্রিয়তায় পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
10/10
'বস', 'রোমিও', 'অভিমান', 'খোকাবাবু' এবং আরও একাধিক ছবিতে অভিনয় করে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন অভিনেত্রী।
Published at : 25 Sep 2021 10:40 PM (IST)