Subhashree Ganguly Pics: বর্ধমানের মেয়ে থেকে কীভাবে টলিউডের জনপ্রিয় নায়িকা হয়ে উঠলেন শুভশ্রী?
এই মুহূর্তে টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ধমানে জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা এবং পড়াশোনা অভিনেত্রীর।
পরবর্তীকালে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক পাশ করেন।
এরপরই যোগ দেন 'আনন্দলোক নায়িকার খোঁজে' নামে জনপ্রিয় শোয়ে। এবং সেখানে বিজয়ীও হন।
অনেকেরই হয়তো জানা নেই। বাংলা ছবি নয়, বরং ওড়িয়া ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় শুভশ্রীর।
তবে, বাংলা ছবিতে তাঁর ডেবিও হয় 'পিতৃভূমি' ছবি দিয়ে।
যদিও সেই ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন না শুভশ্রী। বরং, সুপারস্টার জিতের বোনের চরিত্রে অবিনয় করেন।
এরপর তিনি বড় সুযোগ পান পরিচালক রাজ চক্রবর্তীর ছবি 'চ্যালেঞ্জ'-এ। অভিনেতা দেবের বিপরীতে তাঁর এই ছবি বক্স অফিসেও দারুণ হিট হয়।
এরপর আর জনপ্রিয়তায় পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
'বস', 'রোমিও', 'অভিমান', 'খোকাবাবু' এবং আরও একাধিক ছবিতে অভিনয় করে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -