Indian Beauty Pageant Winners: লারা থেকে হারনাজ, দেখে নিন ভারতের বিউটি কুইনদের
ভারতের হারনাজ সান্ধু মিস ইউনিভার্সের খেতাব জেতার জন্য আজকাল আলোচনায় রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরীতাই প্রথম নারী যিনি ভারত থেকে একটি সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জিতেছিলেন।
মিস ইউনিভার্সের খেতাব জিতে দেশের জন্য খ্যাতি এনে দিয়েছেন হারনাজ। তার আগে লারা দত্ত ভারত থেকে মিস ইউনিভার্সের মুকুট জিততে পেরেছিলেন।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পাওয়ার পর, ঐশ্বর্য তামিল ছবি ইরুভারের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এর পরে, আমরা দিল দে চুকে সনম, গুরু, ধুম ২ সহ অনেক ছবিতে অভিনয় করেছি।
লারা ২০০০ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন। ২০০৩ সালে, লারা আন্দাজ চলচ্চিত্রের মাধ্যমে তার বলিউডে আত্মপ্রকাশ করেন।
বলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য। অভিষেক বচ্চনকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।
২০১১ সালে লারা ভারতীয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতিকে বিয়ে করেন। এবার তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। সম্প্রতি তিনি ওয়েবসিরিজ হিক্কাপস এবং হুকআপে হাজির হয়েছেন।
তিনি ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন। রিতা এখন ৭৮ বছর বয়সী এবং তিনি তাঁর স্বামী, সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে আয়ারল্যান্ডে থাকেন।
সুস্মিতা 1994 সালে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন। 27 বছর আগে মিস ইউনিভার্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -