Patuli Inter Relief Centre: অমিল অক্সিজেন? হাত বাড়াচ্ছেন পরমব্রত, অনুপম, ঋদ্ধিরা
করোনাকালে দুর্গতদের পাশে দাঁড়ানোয় শিরোনামে উঠে এসেছেন সোনু সুদ। আমাদের রাজ্যেও তারকাদের একাংশও এই ধরনের মানবিক উদ্যোগ নিয়েছেন। সেফ হোমের ধাঁচে পাটুলিতে তৈরি হয়েছে ‘ইন্টেরিম রিলিফ সেন্টার’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা কাড়ছে প্রাণ! তবুও শিখিয়েছে, পরস্পরের পাশে থাকতে।যেখানে, সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মিলে মিশে এক হয়ে গেছেন! এবার সঙ্কটমোচনে এগিয়ে এসেছেন কলকাতার বিশিষ্টরাও। নিজেদের উদ্যোগে গড়িয়ার কাছে একটি ইন্টেরিম রিলিফ সেন্টার চালু করেছেন তাঁরা। দশ শয্যার ইন্টেরিম রিলিফ সেন্টারে আসতেও শুরু করেছেন করোনা আক্রান্ত রোগীরা।
‘সিটিজেন্স রেসপন্স’ নামে নাগরিক মঞ্চ গড়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন শিল্পীরা। ২৪ ঘণ্টা খোলা থাকছে রিলিফ সেন্টার। তার জন্য সময় ভিত্তিক হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে নাগরিক মঞ্চ সিটিজেন্স রেসপন্স।
বেডের সংখ্যা, অক্সিজেনের সুবিধা থেকে শুরু করে হেল্পলাইন নম্বর, সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনুপম রায় ও ঋতব্রত মুখোপাধ্যায়। এই আয়োজনের প্রধান উদ্যোক্তা তাঁরাই।
‘সিটিজেন্স রেসপন্স’ -এর ঠিক কাজটা কী? যে সমস্ত মানুষদের অক্সিজেনের সাপোর্ট প্রয়োজন কিন্তু জোগাড় করতে পাচ্ছেন না, তাঁদের জন্য এই ‘সিটিজেন্স রেসপন্স’ সেন্টার।
দ্বিতীয় দিনের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঋদ্ধি লিখছেন, 'আজ আমাদের ইন্টেরিম সেন্টারের দ্বিতীয় দিন l গতকাল সারাদিন আমাদের পাঁচটা বেড পূর্ণ ছিল। হেল্পলাইন নম্বরে প্রচুর ফোন এসেছে। আমাদের হেল্পলাইন নম্বরে সাতজন আছেন। সেখান থেকেই মানুষকে জানানো হচ্ছে আমরা কি কি পরিষেবা দিতে পারছি। আমাদের পরিষেবা ২৪ঘন্টা খোলা। এই পরিস্থিতিতে পাঁচটা বেড হয়তো কিছুই নয় , কিন্তু গতকাল এমন মানুষ এসেছেন যাঁরা রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরছিলেন অক্সিজেন না পেয়ে। কমে গিয়েছিল তাঁদের অক্সিজেন লেবেলও। তাঁদের এবং তাঁদের বাড়ির লোকের মুখে কিছুক্ষণের জন্য স্বস্তির ছাপ দেখার অনুভূতিটা যে কি, সেটা হয়ত লিখে বোঝাতে পারব নাl’
এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করে রিলিফ সেন্টারের সমস্ত তথ্য পেতে পারে যে কেউ। আবেদন করতে পারে সাহায্যেরও। তারকারা এই নম্বরগুলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি সৌজন্যে: ঋদ্ধি সেনের ফেসবুক পোস্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -