Hrithik Roshan Birthday: কতদূর পড়াশোনা করেছেন হৃত্বিক রোশন?
আজ জন্মদিনে জেনে নেওয়া যাক হৃত্বিক রোশন (Hrithik Roshan Birthday) সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহৃত্বিক রোশনের ডাক নাম যে 'ডুগ্গু', তা তো সকলেই জানেন। কিন্তু জানেন কি এই নাম কার দেওয়া? জানা যায়, অভিনেতার ঠাকুমা তাঁকে এই নাম দিয়েছেন।
সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন হৃত্বিক রোশন। 'কর্ণ অর্জুন' এবং 'কোয়েলা' ছবিতে রাকেশ রোশনের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন হৃত্বিক।
'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিতে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসে পারফর্ম করতে দেখা যায়। স্কাই ডাইভিং, আন্ডারওয়াটার ডাইভিংয়ের মতো স্টান্টে নিজেই পারফর্ম করেছিলেন হৃত্বিক রোশন। শোনা যায় এমনটাই।
'দিল চাহতা হ্যায়' ছবিতে অক্ষয় খান্নার চরিত্রে এবং ''ডন'' ছবিতে শাহরুখ খানের জায়গায় পরিচালক ফারহান আখতারের প্রথম পছন্দ ছিলেন হৃত্বিক রোশন।
হৃত্বিক রোশনের পুরো নাম অনেকেরই জানা নেই। তাঁকে সকলে এই নামেই চেনেন। কিন্তু 'কহো না পেয়ার হ্যায়' তারকার সম্পূর্ণ নাম হৃত্বিক রোশন নাগরাথ।
বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে প্রথমদিকে থাকে হৃত্বিক রোশনের নাম।
শোনা যায়, ছোটবেলায় নিজের জন্য ডিম আর আলুর চিপস রান্না করতে পছন্দ করতেন হৃত্বিক। সাঁতারেও দারুণ পটু অভিনেতা।
অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান, সলমন খানের পর হৃত্বিক রোশন পঞ্চম ভারতীয় তারকা যাঁর মাদাম ত্যুসোর মিউজিয়ামে মোমের মূর্তি রয়েছে।
প্রথমে বম্বে স্কটিস স্কুল থেকে পড়াশোনা করেন হৃত্বিক রোশন। পরবর্তীকালে মুম্বইয়ের একটি কলেজ থেকে কমার্স নিয়ে স্নাতক হন অভিনেতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -