বোনের জন্মদিনে পিঙ্ক আউটফিটে বার্বি ডল হলেন জাহ্নবী কপূর
স৫ নভেম্বর ছিল বলিউড সুপারস্টার শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কপূরের জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবোনের জন্মদিনে গোলাপি পোশাকে আক্ষরিক অর্থে বার্বি ডল হয়ে উঠলেন জাহ্নবী কপূর।
বোনের জন্মদিনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন 'ধড়ক' অভিনেত্রী।
খুশি কপূরের জন্মদিনে শ্রীদেবীর দুই কন্যাকেই দেখা গেল আলাদা আলাদা শেডের গোলাপি পোশাকে।
ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন খুশি।
বোনের জন্মদিনে শুভেচ্ছায় জানিয়ে জাহ্নবী লিখেছেন, 'শুভ জন্মদিন আমার লাড্ডু বেবি'।
শ্রীদেবী কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য বলি তারকার মতো অর্জুন কপূরও।
'ধড়ক' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন জাহ্নবী কপূর। পরবর্তীকালে 'গুঞ্জন সাক্সেনা', 'রুহি'-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।
খুব শীঘ্রই তাঁকে 'দোস্তানা টু', 'গুড লাক জেরি', 'মিলি'-র মতো একাধিক ছবিতে দেখা যেতে চলেছে।
বোনের জন্মদিনে এমনই বার্বি ডলের মতো পোশাকে সেজে উঠেছিলেন জাহ্নবী কপূর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -