ফুটবলার থেকে কোচ, বার্সা গ্রহে প্রত্যাবর্তন জাভির
জাভি হার্নান্ডেজ বার্সেলোনার নতুন কোচ হয়ে এলেন। রোনাল্ড কোম্যানের পরিবর্ত হিসেবে তিনি নিযুক্ত হলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবার্সায় খেলেছিলেন জাভি। দীর্ঘদিন বার্সার হয়ে খেলেছেন তিনি। ইনিয়েস্তা ও মেসি ছিলেন তাঁর সতীর্থ।
ফুটবলার জীবনের পরে কোচ হিসেবে কাজ করছেন এই মুহূর্তে জাভি।
কাতারের ক্লাব আল সাদেরের কোচ হিসেবে কাজ করছিলেন জাভি।
তবে তিনি যে বার্সায় ফিরছেন তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল।
২০১৯ সালে প্রথম বার আল সাদের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন জাভি। বড় ক্লাব বলতে বার্সেলোনাতেই তিনি প্রথম যোগ দিচ্ছেন।
এটা জাভির কোচিং কেরিয়ারে দ্বিতীয় ক্লাব। ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে।
কিছুদিন আগেই বার্সায় তাঁর প্রাক্তন সতীর্থ মাসচেরানোর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন জাভি।
জাভিকে কোচ করতে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা। এই ব্যাপারে তিনি বাড়তি উদ্যোগ নেন।
চ্যাম্পিয়ন্স লিগ সহ নিজের কেরিয়ারে ২৫টি খেতাব জিতেছেন বার্সার হয়ে জাভি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -