John Abraham Birthday: সম্পর্কে প্রতারণার অভিযোগ আনেন প্রাক্তন, হার্টথ্রব জন পুরোদস্তুর সংসারী
মায়াবী চাহনি, গলা পর্যন্ত লম্বা চুল আর আকর্ষণীয় চেহারা। মায়ানগরীতে পা রেখেই রাতারাতি ‘হার্টথ্রব’-এ পরিণত হয়েছিলেন। কিন্তু নিজে হাবুডুবু খেতেন বঙ্গতনয়ার প্রেমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অতীতের সেই দিনগুলি পেরিয়ে এসেছেন জন অ্যাব্রাহাম। শুক্রবার ৪৯-এ পা দিলেন। কিন্তু বিগত ২০ বছরে এখনও তারকাই রয়ে গিয়েছেন জন। অভিনেতা হয়ে উঠতে পারেননি।
কেরলের মলয়ালি পরিবারে জন্ম জনের। মা পারসি। মা নাম রেখেছিলেন ফারহান। ব্যাপটাইজড হওয়ার পর নাম হয় জন।আধ্যাত্মিকতায় বিশ্বাসী হলেও, কোনও ধর্মকেই অনুসরণ করেন না জন।
স্কুলজীবন থেকেই খেলাধুলোয় আগ্রহী ছিলেন জন। স্কুলে থাকাকালীন ১০০ এবং ২০০ মিটার দৌড়ে অংশ নিতেন নিয়মিত। মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন প্রথমে। তার পর এমবিএ করেন।
অভিষেক বচ্চন, হৃতিক রোশন, উদয় চোপড়া জনের প্রিয় বন্ধু। বম্বে স্কটিশ স্কুলে একসঙ্গে পড়াশোনা করেন তাঁরা।
আকর্ষণীয় চেহারার জন্য কলেজে থাকাকালীনই মডেলিংয়ের প্রস্তাব পেতে শুরু করেন জন। একাধিক মিউজিক ভিডিয়োতেও মুখ দেখিয়েছেন।
জনের বাবা ক্যানসার রোগী ছিলেন। মারণরোগের সঙ্গে যুদ্ধ করে তিনি এখন সুস্থ।ওই কঠিন সময়ে বাবার কাছ থেকেই অনুপ্ররেরণা পান জন।
গ্যাজেটপ্রেমী তিনি।মোবাইলে খেলা যায় এমন ভিডিয়ো গেম-এ প্রচুর টাকা বিনিয়োগ রয়েছে তাঁর।
এ ছাড়াও, দেশি-বিদেশি মোটরসাইকেলের শখ রয়েছে জনের। ১০ বছর বয়সে নিজের প্রথম মোটরসাইকেল ইয়ামাহা আরই ৩৫০ কেনেন তিনি। এখন অডি কিউ৭, ইয়ামাহা আর১, মারুতি জিপসির মালিক তিনি। সম্প্রতি ল্যাম্বরগিনি গ্যালার্দো এলপি৫৫০-ও কিনেছেন তিনি।
এক সময় চেইন স্মোকার ছিলেন জন। কিন্তু ক্যানসারের বিরুদ্ধে বাবাকে লড়তে দেখে সম্বিত ফেরে তাঁর। এখন সিগারেট ছুঁয়েও দেখেন না ।
‘জিসম’ ছবিতে কাজ করতে গিয়ে বঙ্গতনয়া বিপাশা বসুর প্রেমে পড়েন জন। প্রায় ১০ বছর টিকেছিল ওই সম্পর্ক। বিপাশার তরফে প্রতারণা অভিযোগ উঠলেও, মানেননি জন।
শোনা যায়, বিপাশার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ব্যাঙ্কার প্রিয়া রঞ্চলের সঙ্গে জড়িয়ে পড়েন জন। তাতেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন জন। ২০১৪ সালে প্রিয়াকেই বিয়ে করেন জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -