Kanchan on Yaas Cyclone: ইয়াসের জেরে জলমগ্ন এলাকা, খাবার জোগানোর দায়িত্ব নিলেন কাঞ্চন
একদিকে কোভিড, অন্যদিকে ইয়াসের ক্ষয়ক্ষতি। আজ উত্তরপাড়া ও কোন্নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। অনেক পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ। সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ প্রথমে ইয়াসের জেরে ভেঙে যাওয়া বাঁধের এলাকা পরিদর্শন করতে যান কাঞ্চন। নির্বাচনী প্রচারের সময় একাধিকবার তিনি বলেছিলেন, গঙ্গার পাড় তাঁর ভারি প্রিয়। সেই গঙ্গার ধারেই ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে।
ত্রাণ বিনিময় শেষে কাঞ্চন বলেন, 'কোভিড ও ইয়াস পরবর্তী পরিস্থিতিতে যদি মানুষের কিছুটা সাহায্য করা যায় সেই ভাবনা থেকেই এই আয়োজন।' আজ তেল, মুড়ি, বিস্কুট ও অন্যান্য শুকনো খাবার দুঃস্থ মানুষদের হাতে তুলে দেন কাঞ্চন ও কল্যান বন্দ্যোপাধ্যায়।
কাঞ্চন আরও বলেন, 'আমি ২০ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি দেখেছি। লকগেটের কাছে বাঁধ ভেঙে জল ঢুকেছে।'
ওই এলাকার মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নিয়েছেন কাঞ্চন। অভিনেতা বললেন, 'ওই এলাকার মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্তত কিছুদিন যাতে ওই মানুষদের নিখরচায় খাবারের বন্দোবস্ত করা যায় সেই চেষ্টা করছি।'
ইতিমধ্যেই উত্তরপাড়া এলাকায় কোভিড আক্রান্তদের জন্য রাজা প্যারিমোহন কলেজে সেফ হোমের ব্যবস্থা করছেন কাঞ্চন। স্বল্প উপসর্গযুক্ত রোগী সেখানে এসে সুস্থ হতে পারবেন।
উত্তরপাড়ার পর কোন্নগর অঞ্চলেও আজ ত্রাণ বিতরণ করেন কাঞ্চন। কাজের সময়ও বার বার সামাজিক দূরত্ব মেনে চলা ও সাবধানতার কথা শোনা যায় অভিনেতার মুখে।
ছবি ও তথ্য - তোর্ষা ভট্টাচার্য্য
- - - - - - - - - Advertisement - - - - - - - - -