Kangana Ranaut Pics: সুস্থ হয়ে স্বর্ণমন্দিরে গিয়ে পুজো দিলেন কঙ্গনা
মাথায় ওড়না, পরণে সালোয়ার স্যুট। পরিবারের সঙ্গে স্বর্ণমন্দিরে হাজির কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকঙ্গনা রানাউতের সঙ্গে আজ মন্দিরে গিয়েছিলেন তাঁর মা ও দিদি রঙ্গোলি। করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই মেনে চললেন করোনাবিধি। মুখে মাস্ক রইল সবারই।
সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন কঙ্গনা রানাউত। দীর্ঘদিন আইসোলেশানে থাকতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে পরিবারের সঙ্গে আবার স্বাভাবিকভাবেই মিশছেন কঙ্গনা।
আজ স্বর্ণমন্দিরে প্রার্থনা সেরে মন্দির প্রদক্ষিণও করেন কঙ্গনা। নিয়মমাফিক প্রসাদও নেন।
সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটাতে মান্ডি গিয়েছিলেন কঙ্গনা। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি।
ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, 'কোভিড আইসোলেশানের সময় সবচেয়ে কঠিন ছিল পরিবারের থেকে দূরে থাকা'
দিদি রঙ্গোলির ছেলে পৃথ্বীর সঙ্গে কঙ্গনার মিষ্টি মুহূর্ত। কঙ্গনার অন্যতম প্রিয় বন্ধু এই খুদে।
সম্প্রতি বিতর্কিত পোস্ট করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কঙ্গনার ট্যুইটার অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে কিন্তু নিয়মিত ছবি আপলোড করেন নায়িকা।
ছবি সৌজন্যে: কঙ্গনা রানাউতের ইনস্টগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -