Central Vista Project: সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে, জরিমানা মামলাকারীকে
করোনা আবহে নয়া সংসদ ভবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালু থাকা নিয়ে চাপানউতোর চলছেই। এরই মধ্যেই কাজ বন্ধের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। প্রকল্প চালিয়ে যাওয়ার নির্দেশই দিল দিল্লি হাই কোর্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির হাইকোর্ট জানিয়ে দিয়েছে, 'সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রকল্প', কাজেই তা থামানো যাবে না।' এই মামলাকে 'উদ্দেশ্যপ্রণোদিত' বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। একই সঙ্গে মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডিএন পটেল এবং বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চে আসে এই মামলাটি। পর্যবেক্ষণের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, অতিমারির মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধের কোনও প্রশ্নই নেই।
পাশাপাশি চুক্তি অনুযায়ী, নভেম্বরের মধ্যেই ওই প্রকল্পের কাজ শেষ করার কথা ঠিকাদারি সংস্থা সাপুরজি-পালোনজির এবং ওই প্রকল্পের কাজ চলা উচিত। করোনায় স্তব্ধ রাজধানীতেও এগোচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ।
নয়া সংসদ ভবন, প্রধানমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণের এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ২০ হাজার কোটি বেশি টাকার। এর বিরোধিতা করেন অনেকেই। প্রকল্প স্থগিত করার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। কাজ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেয় সুপ্রিমকোর্টও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -