Kareena Home Visit: খুদেকে দেখতে সেফ-করিনার বাড়িতে গেলেন কারা?
বলিউড পরিচালক করণ জোহর এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা দেখতে সেফ এবং করিনার পরিবারের নতুন সদস্যকে। আজ, বুধবার সন্ধে নাগাদ সইফিনার ছোট ছেলেকে দেখতে যান তাঁরা। তারকা দম্পতির বাড়িতে ঢোকার সময় পাপারৎজির ক্যামেরার সামনে পোজ দিলেন পরিচালক এবং ডিজাইনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনীশ মালহোত্রা একটা বড় বাক্সতে উপহার এনেছেন একরত্তির জন্য। বরবারই বলিউডের বেবোর সঙ্গে সুসম্পর্ক মনীশের। তাঁর ডিজাইন করা পোশাক মাঝেমধ্যেই পড়ে থাকেন করিনা।
মুম্বইয়ে করিনার বাড়ির সামনে এদিন দেখা যায় নাতাশা পুনাওয়ালা। ইতিমধ্যে নতুন সদস্যের সঙ্গে দেখা করেছেন করিশ্মা কপূর, কুণাল খেমু, অর্জুন কপূর।
দ্বিতীয় সন্তান আসার পরই নতুন বাংলোয় থাকতে শুরু করেছেন তারকা দম্পতি। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন মালাইকা আরোরা এবং অমৃতা আরোরা।
সাদা রঙের টপ এবং নীল রঙের ডেনিম জিন্সে পরে দেখা যায় মালাইকাকে। অমৃতা পরেছিলেন কালো রঙের টপ।
গত ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন সেফ, করিনা।
কোভিড ১৯ পর্বে মনীশ এবং করণের মুখে ছিল মাস্ক। এর আগে অর্জুন কপূরও সেফ এবং করিনার সঙ্গে দেখা করতে যান।
করিনার আগামী ছবি লাল সিংহ চাড্ডা। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। ছবি সৌজন্যে- মানব মঙ্গলানি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -