Corona vaccination Pics: রাত হোক বা দিন, নিন ভ্যাকসিন
নিজের সুবিধামত, সাতদিন ২৪ ঘণ্টাই করোনা ভ্যাকসিন নিতে পারবেন। ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, ভ্যাকসিন প্রক্রিয়ায় গতি আনতে সরকার এ বিষয়ে সময়ের কোনও বিধিনিষেধ রাখছে না। দেশের মানুষ ২৪ ঘণ্টাই ভ্যাকসিন নিতে পারবেন।
গত মঙ্গলবার দিল্লিতে সস্ত্রীক টিকা নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকা নেন সোমবার । অটোয় চেপে AIIMS-এ পৌঁছন তিনি। টিকা নেওয়ার পর তাঁর প্রতিক্রিয়া ছিল - বুঝতেই পারলাম না।
আজ, বুধবার টিকা নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আজ, বুধবার টিকা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
আজ ভ্যাকসিন নিয়েছেন কিংবদন্তি ফুটবল খেলোয়াড় পেলে। তাঁর বার্তা, করোনা প্যানডেমিক এখনও শেষ হয়নি। তাই সবাইকে নিয়ম মেনে চলতে হবে।
গত ১৬ জানুয়ারি দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়ার শুভ সূচনা হয়। স্বাস্থ্যকর্মীরা প্রথমদফার ভ্যাকসিন নেওয়ার জন্য মনোনীত ছিলেন। ফ্রন্টলাইন কর্মীদের জন্য টিকাকরণ শুরু হয় ২ ফেব্রুয়ারি।
এর পরের দফায় ১ মার্চ ফের শুরু হয় টিকাকরণ। ৬০ বছরের উপরে বয়স যাঁদের তাঁদের জন্য। টিকাকরণ হচ্ছে বিশেষ কো-মরবিডি রয়েছে এমন মানুষজনের।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১, ৫৬, ২০, ৭৪৯ টি ভ্যাকসিন ডোজ় দেওয়া হয়েছে।
CoWIN - পোর্টালে গিয়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -