Covid19 Update: করোনা রুখতে কড়া মহারাষ্ট্র সরকার, একগুচ্ছ নয়া পদক্ষেপ ঘোষণা
করোনা রুখতে আরও কড়া মহারাষ্ট্র সরকার। ভাইরাসের চেন ভাঙতে নতুন নিয়ম লাগু করল সরকার। আজ, বৃহস্পতিবার থেকে ১ মে পর্যন্ত কঠোরভাবে লকডাউন পালনের কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মানুষের যাতায়াত এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে কড়া ভূমিকা নেবে প্রশাসন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগণপরিবহনে যাতায়াত করতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সরকারি অফিস যা সরাসরি মহামারী মোকাবিলায় যুক্ত তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।
বিয়ে বাড়িতে সর্বোচ্চ লোকসংখ্যা ২৫ জন। নিয়ম ভাঙলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে যে কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে সেখানে কত সংখ্যক কর্মী উপস্থিত থাকবে তা সংশ্লিষ্ট মন্ত্রকের প্রধান রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারবেন গণপরিবহন। পাস বা টিকিটের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সরকারের দেওয়া পরিচয়পত্র বাধ্যতামূলক।
সরকারি এবং বেসরকারি বাসে সর্বোচ্চ ৫০ শতাংশ যাত্রী থাকবেন। কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। পরিস্থিতি বুঝে আন্তঃরাজ্য বা আন্তঃজেলা এবং ট্রেন চালানো যাবে।
জরুরি এবং আপৎকালীন পরিস্থিতিতে বেসরকারি বাস পরিষেবা চালু থাকবে। তবে এক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। ৫০ শতাংশ যাত্রী থাকতে পারবে।
চিকিৎসার প্রয়োজনে বা জরুরি ভিত্তিতে আন্তঃরাজ্য বা আন্তঃজেলা বাস চালানো যেতে পারে। কেউ নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে।
কোনও ব্যক্তির রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে হাতে স্ট্যাম্প মারা হবে এবং ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। করোনার উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -