Entertainment: ভিকি-কে নিয়ে ভাবিইনি, কেন বললেন ক্যাট?
গ্ল্যামার থেকে নাচে দক্ষতা, ভক্তরা তাঁর প্রশংসা করতে ক্লান্ত হন না। 'নমস্তে লন্ডন' থেকে 'রাজনীতি', নানা ঘরানার ছবিতে নিজের পারফরম্যান্স দিয়ে অনেকের মন জয় করেছেন ক্যাটরিনা কাইফ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু তাঁর মনের নায়ক অর্থাৎ ভিকি কৌশল সম্পর্কে হঠাৎ এ কী কথা বললেন ক্যাট? মসান-র নায়ক নাকি তাঁর 'রেডারেই' ছিলেন না, 'কফি উইফ করণ'-এ স্বীকারোক্তি অভিনেত্রীর।
'ওঁর ব্য়াপারেও বিশেষ কিছু জানতাম না। কিন্তু আলাপ হতেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম', ভিকি-কে নিয়ে বললেন নায়িকা।
ক্যাটরিনা কাইফ সম্পর্কে নিজের ভালোলাগার কথা 'কফি উইফ করণ'-র একটি এপিসোডেই বলেছিলেন ভিকি কৌশল।
তার পর থেকে গাঢ় হয় সম্পর্ক, অবশেষে বিয়ে। যদিও অভিনেত্রীর মতে, গোটাটাই কাকতালীয়। হয়তো তাঁদের ভাগ্যে লেখা ছিল বলেই হয়েছে।
image 6
ভিকিকে যে তাঁর পছন্দ, সে কথা প্রথম পরিচালক জোয়া আখতারকে জানিয়েছিলেন অভিনেত্রী।
পর্দার নায়ক বাস্তবেও এক জন ভাল মানুষ ও আদ্যন্ত ফ্যামিলি ম্যান, জানালেন ভিকি-ঘরণী। আর তাতেই মুগ্ধ তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -