T20 Records: ১০২১ দিন পর সেঞ্চুরি, এক ইনিংসে রোহিত-রায়নাদের পিছনে ফেললেন বিরাট
১০২১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে ফেললেন কোহলি। তিনিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়ে গেলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৭ সালে ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
তিনে রয়েছেন সূর্যকুমার যাদব। যাঁকে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রান করেছেন সূর্য।
তালিকায় চার নম্বরে ফের হিটম্যান। ২০১৮ সালে লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১১ রান করেছিলেন রোহিত।
তালিকায় পাঁচ নম্বরে কে এল রাহুল। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেছিলেন রাহুল।
টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের তালিকায় ৬ নম্বরে রয়েছে ২০১৫ সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার করা ১০৬ রানের ইনিংস।
চলতি বছরে ডাবলিনে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রান করেছিলেন দীপক হুডা। তালিকায় সাত নম্বরে তিনি।
২০১৮ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে অপরাজিত ১০১ রান করেছিলেন কে এল রাহুল। তালিকায় আট নম্বরে রয়েছে এই ইনিংস।
তাঁকে মিস্টার আইপিএল বলা হতো। সেই সুরেশ রায়না ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০ বলে ১০১ রান করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে নবম সর্বোচ্চ ইনিংস।
প্রথম দশের মধ্যে তিনটি ইনিংস রোহিতেরই। ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন রোহিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -